সামাজিক মাধ্যম নিয়মের মধ্যে আনার সময় এসেছে: তথ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক | ৯ ফেব্রুয়ারি, ২০১৯ ১৪:২৮
সামাজিক যোগাযোগ মাধ্যম গুজব ছড়ানোর বড় প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে মন্তব্য করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এটা বৈশ্বিকভাবে নিয়ম-নীতির মধ্যে আনার সময়ে এসেছে।
শনিবার রাজধানীর কসমস সেন্টারে বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) জেলা প্রতিনিধি সম্মেলনে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু দেশে নয়, বিদেশে অবস্থান করেও অন্যের বিরুদ্ধে লেখা ও গুজব রটানো সম্ভব। তাই শুধু বাংলাদেশের চিন্তার বিষয় নয়, এটিকে এখন বৈশ্বিকভাবে নিয়ম-নীতির মধ্যে আনার সময়ে এসেছে।”
তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশে গণমাধ্যমের বিস্তৃতির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেরও বিপ্লব ঘটেছে। দেশে এখন প্রায় আট কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। অবাধ এই ইন্টারনেটের যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারও বেড়েছে।
এ বিষয়ে সাংবাদিকদের সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, আপনারা ভুলের গঠনমূলক সমালোচনা করুন। গঠনমূলক সমালোচনা কাজকে শাণিত করে। কিন্তু সমালোচনা অন্ধ হলে আমাদের হতাশ করে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৯ ফেব্রুয়ারি, ২০১৯ ১৪:২৮

সামাজিক যোগাযোগ মাধ্যম গুজব ছড়ানোর বড় প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে মন্তব্য করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এটা বৈশ্বিকভাবে নিয়ম-নীতির মধ্যে আনার সময়ে এসেছে।
শনিবার রাজধানীর কসমস সেন্টারে বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) জেলা প্রতিনিধি সম্মেলনে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু দেশে নয়, বিদেশে অবস্থান করেও অন্যের বিরুদ্ধে লেখা ও গুজব রটানো সম্ভব। তাই শুধু বাংলাদেশের চিন্তার বিষয় নয়, এটিকে এখন বৈশ্বিকভাবে নিয়ম-নীতির মধ্যে আনার সময়ে এসেছে।”
তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশে গণমাধ্যমের বিস্তৃতির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেরও বিপ্লব ঘটেছে। দেশে এখন প্রায় আট কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। অবাধ এই ইন্টারনেটের যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারও বেড়েছে।
এ বিষয়ে সাংবাদিকদের সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, আপনারা ভুলের গঠনমূলক সমালোচনা করুন। গঠনমূলক সমালোচনা কাজকে শাণিত করে। কিন্তু সমালোচনা অন্ধ হলে আমাদের হতাশ করে।