বিজিবি’র গুলিতে নিহতের ঘটনা ‘তদন্ত হচ্ছে’: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ১৯:০৭
ঠাকুরগাঁওয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের গুলিতে তিনজন নিহতের ঘটনায় ‘তদন্ত হচ্ছে’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানঁ কামাল।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের সদর দপ্তরে বাহিনীর ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। দোষী যেই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
গত মঙ্গলবার গরু জব্দ করাকে কেন্দ্র করে জেলার বকুয়া ইউনিয়নের বহরমপুর গ্রামে বিজিবি ও গ্রামবাসীর সংঘর্ষে পথচারী শিশুসহ তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছে।
কোস্টগার্ডের অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সম্পদ ও জনবলের সীমাবদ্ধতা থাকার পরেও উপকূলীয় এলাকার মানুষের জানমাল রক্ষা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং অবৈধ কর্মকাণ্ড দমনে কোস্টগার্ড অনেক অবদান রেখেছে।’
মন্ত্রী বলেন, দেশের উপকূলীয় এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধ করতে কোস্টগার্ড কাজ করে যাচ্ছে। কোস্টগার্ডকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার বিষয়ে তিনি বলেন, ‘মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় কোস্টগার্ডকে যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। বাহিনীর সক্ষমতা বাড়াতে অল ওয়েদার ক্যাপাবল জাহাজ, হোভারক্রাফট, ড্রোন, হেলিকপ্টার ও মেরিটাইম পেট্রল এয়ারক্রাফটের মতো আধুনিক প্ল্যাটফর্ম সংযোজনের পরিকল্পনা রয়েছে। এতে গভীর সমুদ্রে উদ্ধার তৎপরতা, চোরাচালান প্রতিরোধ ও সমুদ্র এলাকায় নজরদারি বাড়ানো সম্ভব হবে। বিশেষায়িত এ বাহিনীর পেশাগত ভিত্তি গড়ে তোলার জন্য নিজস্ব জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে।’ কোস্টগার্ড ও নৌবাহিনীসহ বিভিন্ন বাহিনীর শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল অ্যাডমিরাল আশরাফুল হক।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ১৯:০৭

ঠাকুরগাঁওয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের গুলিতে তিনজন নিহতের ঘটনায় ‘তদন্ত হচ্ছে’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানঁ কামাল।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের সদর দপ্তরে বাহিনীর ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। দোষী যেই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
গত মঙ্গলবার গরু জব্দ করাকে কেন্দ্র করে জেলার বকুয়া ইউনিয়নের বহরমপুর গ্রামে বিজিবি ও গ্রামবাসীর সংঘর্ষে পথচারী শিশুসহ তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছে।
কোস্টগার্ডের অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সম্পদ ও জনবলের সীমাবদ্ধতা থাকার পরেও উপকূলীয় এলাকার মানুষের জানমাল রক্ষা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং অবৈধ কর্মকাণ্ড দমনে কোস্টগার্ড অনেক অবদান রেখেছে।’
মন্ত্রী বলেন, দেশের উপকূলীয় এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধ করতে কোস্টগার্ড কাজ করে যাচ্ছে। কোস্টগার্ডকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার বিষয়ে তিনি বলেন, ‘মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় কোস্টগার্ডকে যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। বাহিনীর সক্ষমতা বাড়াতে অল ওয়েদার ক্যাপাবল জাহাজ, হোভারক্রাফট, ড্রোন, হেলিকপ্টার ও মেরিটাইম পেট্রল এয়ারক্রাফটের মতো আধুনিক প্ল্যাটফর্ম সংযোজনের পরিকল্পনা রয়েছে। এতে গভীর সমুদ্রে উদ্ধার তৎপরতা, চোরাচালান প্রতিরোধ ও সমুদ্র এলাকায় নজরদারি বাড়ানো সম্ভব হবে। বিশেষায়িত এ বাহিনীর পেশাগত ভিত্তি গড়ে তোলার জন্য নিজস্ব জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে।’ কোস্টগার্ড ও নৌবাহিনীসহ বিভিন্ন বাহিনীর শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল অ্যাডমিরাল আশরাফুল হক।