‘বাংলাদেশ সম্পর্কে আরও তথ্য উপাত্ত সংগ্রহ করে চিঠি লেখা উচিত ছিল’
আখাউড়া প্রতিনিধি | ১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ২০:৪২
আমেরিকান হাউসের প্রতিনিধিদের চিঠি প্রসঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘যারা এই চিঠি দিয়েছেন, তাদের বাংলাদেশ সম্পর্কে আরও তথ্য উপাত্ত সংগ্রহ করে চিঠি লেখা উচিত ছিল’।
শুক্রবার সকালে আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।
উল্লেখ্য, বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় ট্রাম্প প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ফরেন অ্যাফেয়ার্স কমিটি। গত ৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগগুলোকে গণতন্ত্রের জন্য হুমকি বলেও অভিহিত করেন মার্কিন কংগ্রেস সদস্যরা।
বিএনপি নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, তারা সেখানে তাদের বক্তব্য বলবেন। কিন্তু তারা যে প্রশ্নটা তুলেছেন সেটা ভিত্তিহীন। নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করেছে এটাই হচ্ছে সত্য। বিএনপিকে এই সত্যটা মেনে নিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, যুগ্ম আহ্বায়ক মো. সেলিম ভূঁইয়া, আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন, যুবলীগ নেতা হেলাল চৌধুরী, আল আমিন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
আখাউড়া প্রতিনিধি | ১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ২০:৪২

আমেরিকান হাউসের প্রতিনিধিদের চিঠি প্রসঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘যারা এই চিঠি দিয়েছেন, তাদের বাংলাদেশ সম্পর্কে আরও তথ্য উপাত্ত সংগ্রহ করে চিঠি লেখা উচিত ছিল’।
শুক্রবার সকালে আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।
উল্লেখ্য, বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় ট্রাম্প প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ফরেন অ্যাফেয়ার্স কমিটি। গত ৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগগুলোকে গণতন্ত্রের জন্য হুমকি বলেও অভিহিত করেন মার্কিন কংগ্রেস সদস্যরা।
বিএনপি নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, তারা সেখানে তাদের বক্তব্য বলবেন। কিন্তু তারা যে প্রশ্নটা তুলেছেন সেটা ভিত্তিহীন। নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করেছে এটাই হচ্ছে সত্য। বিএনপিকে এই সত্যটা মেনে নিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, যুগ্ম আহ্বায়ক মো. সেলিম ভূঁইয়া, আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন, যুবলীগ নেতা হেলাল চৌধুরী, আল আমিন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।