জঙ্গি হামলায় ৪০ সেনা নিহতের ঘটনায় ভারতকে সমবেদনা
নিজস্ব প্রতিবেদক | ১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ২১:২৮
ভারত নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীরের গোরিপোড়া এলাকায় পুলওয়ামাতে জঙ্গি হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪০ সেনার মৃত্যুর ঘটনায় সমবেদনা জানিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবারের এই হামলার পর কাশ্মীরভিত্তিক জইশ-ই-মুহাম্মদ দায় স্বীকার করে। আদিল মোহাম্মদ নামের একজনকে হামলাকারী হিসেবে শনাক্ত করেছে পুলিশ। ২০১৮ সালে তিনি জইশ-ই-মুহাম্মদে যোগ দেন।
ঘটনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সহমর্মিতার বার্তা পাঠিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।
বার্তায় নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
এ ছাড়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি এবং সন্ত্রাসবাদ নিরসনে ভারতসহ আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে কাজ করার কথাও জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ২১:২৮

ভারত নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীরের গোরিপোড়া এলাকায় পুলওয়ামাতে জঙ্গি হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪০ সেনার মৃত্যুর ঘটনায় সমবেদনা জানিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবারের এই হামলার পর কাশ্মীরভিত্তিক জইশ-ই-মুহাম্মদ দায় স্বীকার করে। আদিল মোহাম্মদ নামের একজনকে হামলাকারী হিসেবে শনাক্ত করেছে পুলিশ। ২০১৮ সালে তিনি জইশ-ই-মুহাম্মদে যোগ দেন।
ঘটনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সহমর্মিতার বার্তা পাঠিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।
বার্তায় নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
এ ছাড়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি এবং সন্ত্রাসবাদ নিরসনে ভারতসহ আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে কাজ করার কথাও জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।