১০২ ইয়াবা কারবারি কারাগারে
কক্সবাজার প্রতিনিধি | ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ২১:০১
শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মাধ্যমে পুলিশের কাছে আত্মসমর্পণ করে ১০২ ইয়াবা কারবারি। ছবি: ফোকাস বাংলা
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মাধ্যমে পুলিশের কাছে আত্মসমর্পণকারী ১০২ ইয়াবা কারবারিকে কারাগারে নেয়া হয়েছে। এর আগে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
শনিবার কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (টেকনাফ) বিচারক দেলোয়ার হোসেন এ আদেশ দেন। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. ইকবাল হোসেন জানান, শনিবার দুপুরে পুলিশের কাছে ১০২ ইয়াবা কারবারি আত্মসমর্পণ করে, যাদের সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে বিচারকের আদেশে তাদের কারাগারে পাঠানো হয়।
এ ব্যাপারে আদালত পরিদর্শক মো. দিদারুল আলম জানান, আত্মসমর্পণকারী ইয়াবা কারবারিদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। এর একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, অপরটি অবৈধ অস্ত্র আইনে।
এদিন দুপুর ১২টার দিকে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করা ১০২ মাদক বিক্রেতা ৩ লাখ ৫০ হাজার ইয়াবা ও ৩০টি দেশীয় পিস্তল জমা দেয়।
পরে তিনটি বাসে করে তাদের কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
কক্সবাজার প্রতিনিধি | ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ২১:০১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মাধ্যমে পুলিশের কাছে আত্মসমর্পণকারী ১০২ ইয়াবা কারবারিকে কারাগারে নেয়া হয়েছে। এর আগে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
শনিবার কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (টেকনাফ) বিচারক দেলোয়ার হোসেন এ আদেশ দেন। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. ইকবাল হোসেন জানান, শনিবার দুপুরে পুলিশের কাছে ১০২ ইয়াবা কারবারি আত্মসমর্পণ করে, যাদের সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে বিচারকের আদেশে তাদের কারাগারে পাঠানো হয়।
এ ব্যাপারে আদালত পরিদর্শক মো. দিদারুল আলম জানান, আত্মসমর্পণকারী ইয়াবা কারবারিদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। এর একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, অপরটি অবৈধ অস্ত্র আইনে।
এদিন দুপুর ১২টার দিকে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করা ১০২ মাদক বিক্রেতা ৩ লাখ ৫০ হাজার ইয়াবা ও ৩০টি দেশীয় পিস্তল জমা দেয়।
পরে তিনটি বাসে করে তাদের কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।