সংসদে সমাজকল্যাণ মন্ত্রী
‘ইংরেজি শব্দ ব্যবহারের পরিবর্তন সময়ই বলে দেবে’
নিজস্ব প্রতিবেদক | ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ২২:২৬
বাংলা ভাষায় প্রচলিত ইংরেজি শব্দের ব্যবহারের পরিবর্তন সময়ই বলে দেবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ।
রবিবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য শহীদুজ্জামান সরকারের এক সম্পূরক প্রশ্নের উত্তরে এ সব কথা বলেন মন্ত্রী।
আওয়ামী লীগের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজের এক লিখিত প্রশ্নের উত্তরে এতিমখানার বরাদ্দের বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, চলতি অর্থবছরে (২০১৮-১৯) ক্যাপিটেশন গ্র্যান্ড বৃদ্ধির বিষয়টি বিবেচনাধীন ।
এরপর শহীদুজ্জামান সরকার সম্পূরক প্রশ্নে জানতে চান, ভাষার মাসে ইংরেজি শব্দ ব্যবহার করা, এটি কবে বন্ধ হবে।
উত্তরে নুরুজ্জামান আহমেদ বলেন, কোটি কোটি মানুষের রাজপথের মিছিল মানে ২১শে ফেব্রুয়ারি। ইংরেজি শব্দ ২১শে ফেব্রুয়ারি উদ্ধৃত করে আমরা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাই। কোনো কোনো শব্দ ইংরেজি হলেও প্রচলিত শব্দ, বেশি সহজ। আমরা বিদ্যালয়ের পরিবর্তে স্কুল বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। মহাবিদ্যালয়ের পরিবর্তে কলেজ বলি। যে ক্যাপিটেশন গ্র্যান্ড শব্দটির কথা সংসদ সদস্য বলেছেন, এটিও ইংরেজি শব্দ। ইংরেজি শব্দ হলেও এটি প্রচলিত এবং এটি আমাদের কাছে বেশি সহজ মনে হয়। প্রচলিত ইংরেজি শব্দগুলো পরিবর্তন হবে, তবে সময়ই বলে দেবে কবে হবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ২২:২৬

বাংলা ভাষায় প্রচলিত ইংরেজি শব্দের ব্যবহারের পরিবর্তন সময়ই বলে দেবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ।
রবিবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য শহীদুজ্জামান সরকারের এক সম্পূরক প্রশ্নের উত্তরে এ সব কথা বলেন মন্ত্রী।
আওয়ামী লীগের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজের এক লিখিত প্রশ্নের উত্তরে এতিমখানার বরাদ্দের বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, চলতি অর্থবছরে (২০১৮-১৯) ক্যাপিটেশন গ্র্যান্ড বৃদ্ধির বিষয়টি বিবেচনাধীন ।
এরপর শহীদুজ্জামান সরকার সম্পূরক প্রশ্নে জানতে চান, ভাষার মাসে ইংরেজি শব্দ ব্যবহার করা, এটি কবে বন্ধ হবে।
উত্তরে নুরুজ্জামান আহমেদ বলেন, কোটি কোটি মানুষের রাজপথের মিছিল মানে ২১শে ফেব্রুয়ারি। ইংরেজি শব্দ ২১শে ফেব্রুয়ারি উদ্ধৃত করে আমরা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাই। কোনো কোনো শব্দ ইংরেজি হলেও প্রচলিত শব্দ, বেশি সহজ। আমরা বিদ্যালয়ের পরিবর্তে স্কুল বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। মহাবিদ্যালয়ের পরিবর্তে কলেজ বলি। যে ক্যাপিটেশন গ্র্যান্ড শব্দটির কথা সংসদ সদস্য বলেছেন, এটিও ইংরেজি শব্দ। ইংরেজি শব্দ হলেও এটি প্রচলিত এবং এটি আমাদের কাছে বেশি সহজ মনে হয়। প্রচলিত ইংরেজি শব্দগুলো পরিবর্তন হবে, তবে সময়ই বলে দেবে কবে হবে।