আগামী ১০ থেকে ১৬ মার্চ জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ
অনলাইন ডেস্ক | ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:৩৭
প্রতি বছরের ন্যায় এ বছরও আগামী ১০ থেকে ১৬ মার্চ পর্যন্ত ‘জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৯’ পালিত হবে ইলিশ-অধ্যুষিত ৩৭টি জেলায়।
সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্যাপনের লক্ষ্যে অনুষ্ঠিত ‘ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স’ এর এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
এবার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠিত হবে ভোলা জেলার চরফ্যাশনে। উদ্বোধনের পরই মৎস্য প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর নেতৃত্বে নদীতে নৌ-র্যালি অনুষ্ঠিত হবে।
জাটকা সংরক্ষণ সপ্তাহের এবারের স্লোগান নির্ধারিত হয়েছে ‘অবৈধ জাল ফেলব না, জাটকা-ইলিশ ধরবো না।’
সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে সংশ্লিষ্ট ৩৭টি জেলাসহ উপজেলায় সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন, টিভি-রেডিওতে প্রচারণা, ঢাকায় বিভিন্ন স্থানে জাটকা সংরক্ষণ আইনের প্রচারের পাশাপাশি পুলিশি অভিযান চালানোসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতেও ব্যাপক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।
সভায় মৎস্য প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর, সচিব রইছউল আলম মন্ডল এবং মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও টাস্কফোর্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:৩৭

প্রতি বছরের ন্যায় এ বছরও আগামী ১০ থেকে ১৬ মার্চ পর্যন্ত ‘জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৯’ পালিত হবে ইলিশ-অধ্যুষিত ৩৭টি জেলায়।
সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্যাপনের লক্ষ্যে অনুষ্ঠিত ‘ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স’ এর এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
এবার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠিত হবে ভোলা জেলার চরফ্যাশনে। উদ্বোধনের পরই মৎস্য প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর নেতৃত্বে নদীতে নৌ-র্যালি অনুষ্ঠিত হবে।
জাটকা সংরক্ষণ সপ্তাহের এবারের স্লোগান নির্ধারিত হয়েছে ‘অবৈধ জাল ফেলব না, জাটকা-ইলিশ ধরবো না।’
সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে সংশ্লিষ্ট ৩৭টি জেলাসহ উপজেলায় সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন, টিভি-রেডিওতে প্রচারণা, ঢাকায় বিভিন্ন স্থানে জাটকা সংরক্ষণ আইনের প্রচারের পাশাপাশি পুলিশি অভিযান চালানোসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতেও ব্যাপক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।
সভায় মৎস্য প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর, সচিব রইছউল আলম মন্ডল এবং মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও টাস্কফোর্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।