বিজ্ঞানীদের কাছে ‘প্রতিদান’ চাইলেন মন্ত্রী ইয়াফেস ওসমান
অনলাইন ডেস্ক | ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ১৭:০৬
মঙ্গলবার পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান (এইআরই) পরিদর্শনে যান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
গবেষণা কাজকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের জন্য সুযোগ-সুবিধা ‘বাড়িয়েছে’ সরকার। এখন তাদের উচিত জনগণকে ‘প্রতিদান’ দেওয়া। মঙ্গলবার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাভারস্থ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান (এইআরই) পরিদর্শনের সময় এমন মন্তব্য করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
এ জন্য যুগোপযোগী, আধুনিক এবং টেকসই নতুন গবেষণা প্রকল্প গ্রহণ করতে বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘গবেষণার ফলাফল খুব দ্রুত সময়ে মানবকল্যাণে ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে গভীর মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।’
মন্ত্রী এদিন এইআরই’র বিভিন্ন ইনস্টিটিউট ও ল্যাবরেটরির চলমান গবেষণা ও উন্নয়ন কর্মকাণ্ড সরেজমিনে পরিদর্শন করেন এবং চলমান গবেষণার ফলাফল দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শন শেষে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মাহবুবুল হকের সভাপতিত্বে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের (আইএনএসটি) অডিটোরিয়ামে বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথির বক্তব্যে এইআরইর সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন।
মন্ত্রী বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্প বাপশকের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। সুতরাং এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে।’
এইআরই’র বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন স্তরের বিজ্ঞানী, প্রকৌশলী, কর্মকর্তা, কর্মচারী ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড তুলে ধরেন ভারপ্রাপ্ত মহাপরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নুরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য জীববিজ্ঞান প্রফেসর ড. মোঃ সানোয়ার হোসেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ১৭:০৬
গবেষণা কাজকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের জন্য সুযোগ-সুবিধা ‘বাড়িয়েছে’ সরকার। এখন তাদের উচিত জনগণকে ‘প্রতিদান’ দেওয়া। মঙ্গলবার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাভারস্থ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান (এইআরই) পরিদর্শনের সময় এমন মন্তব্য করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
এ জন্য যুগোপযোগী, আধুনিক এবং টেকসই নতুন গবেষণা প্রকল্প গ্রহণ করতে বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘গবেষণার ফলাফল খুব দ্রুত সময়ে মানবকল্যাণে ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে গভীর মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।’

মন্ত্রী এদিন এইআরই’র বিভিন্ন ইনস্টিটিউট ও ল্যাবরেটরির চলমান গবেষণা ও উন্নয়ন কর্মকাণ্ড সরেজমিনে পরিদর্শন করেন এবং চলমান গবেষণার ফলাফল দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শন শেষে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মাহবুবুল হকের সভাপতিত্বে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের (আইএনএসটি) অডিটোরিয়ামে বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথির বক্তব্যে এইআরইর সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন।
মন্ত্রী বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্প বাপশকের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। সুতরাং এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে।’
এইআরই’র বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন স্তরের বিজ্ঞানী, প্রকৌশলী, কর্মকর্তা, কর্মচারী ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড তুলে ধরেন ভারপ্রাপ্ত মহাপরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নুরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য জীববিজ্ঞান প্রফেসর ড. মোঃ সানোয়ার হোসেন।