স্পিকারের সঙ্গে দুই দেশের ফরেন সার্ভিস প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ
অনলাইন ডেস্ক | ২০ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:২০
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সঙ্গে ভারত ও ভুটানের ফরেন সার্ভিসের নবীন কর্মকর্তাদের ১০ সদস্যের এক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।
বুধবার নিজ কার্যালয়ে প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে স্পিকার সংসদীয় কার্যক্রম, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, ভারত ও ভুটানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশগুলোর মধ্যে ভারত ও ভুটান অন্যতম বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, সংসদীয় কার্যক্রমে বাংলাদেশ, ভারত ও ভুটানের পার্লামেন্টের সামঞ্জস্য রয়েছে। পারস্পরিক সফর ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দেশগুলোর সঙ্গে বিদ্যমান সংসদীয় কূটনীতির মাধ্যমে এ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিনিধিদল একাদশ জাতীয় সংসদে টানা তৃতীয়বার স্পিকার নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানান। এছাড়া, বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও বাংলাদেশের সাধারণ মানুষের আতিথেয়তার প্রশংসা করেন তারা।
এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আদর্শ সোয়াইকা ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বাসস
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২০ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:২০

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সঙ্গে ভারত ও ভুটানের ফরেন সার্ভিসের নবীন কর্মকর্তাদের ১০ সদস্যের এক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।
বুধবার নিজ কার্যালয়ে প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে স্পিকার সংসদীয় কার্যক্রম, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, ভারত ও ভুটানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশগুলোর মধ্যে ভারত ও ভুটান অন্যতম বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, সংসদীয় কার্যক্রমে বাংলাদেশ, ভারত ও ভুটানের পার্লামেন্টের সামঞ্জস্য রয়েছে। পারস্পরিক সফর ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দেশগুলোর সঙ্গে বিদ্যমান সংসদীয় কূটনীতির মাধ্যমে এ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিনিধিদল একাদশ জাতীয় সংসদে টানা তৃতীয়বার স্পিকার নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানান। এছাড়া, বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও বাংলাদেশের সাধারণ মানুষের আতিথেয়তার প্রশংসা করেন তারা।
এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আদর্শ সোয়াইকা ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বাসস