সাভারে দুই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
সাভার প্রতিনিধি | ২০ ফেব্রুয়ারি, ২০১৯ ১৭:০৪
সাভারে পৃথক স্থান থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং এক নারী পোশাক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী এবং পূর্ব জামসিং এলাকা থেকে ওই দুই নারীর মৃতদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা-পুলিশ।
পুলিশ জানায়, বুধবার সকালে হেমায়েতপুর ভরারী এলাকার মতুর্জার বাড়ির একটি কক্ষের ভেতর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নারী শ্রমিক হালিমা খাতুনের (২৫) লাশ দেখতে পায় প্রতিবেশীরা। বিষয়টি সাভার মডেল থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে।
অন্যদিকে মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে সাভার পৌরসভার পূর্ব জামসিং মহল্লার একটি ভাড়া বাড়ির ঘরের জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জেসি ইসলাম (২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মাগুরা জেলার সদর থানার কৃষ্ণপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। নিহত জেসি ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে স্বামীর সাথে জামসিং মহল্লায় ভাড়া থাকত বলে জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) তাহামুদ বলেন, গার্মেন্টস শ্রমিকের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া গৃহবধূর লাশটি দুই পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিনা ময়নাতদন্তে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
সাভার প্রতিনিধি | ২০ ফেব্রুয়ারি, ২০১৯ ১৭:০৪

সাভারে পৃথক স্থান থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং এক নারী পোশাক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী এবং পূর্ব জামসিং এলাকা থেকে ওই দুই নারীর মৃতদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা-পুলিশ।
পুলিশ জানায়, বুধবার সকালে হেমায়েতপুর ভরারী এলাকার মতুর্জার বাড়ির একটি কক্ষের ভেতর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নারী শ্রমিক হালিমা খাতুনের (২৫) লাশ দেখতে পায় প্রতিবেশীরা। বিষয়টি সাভার মডেল থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে।
অন্যদিকে মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে সাভার পৌরসভার পূর্ব জামসিং মহল্লার একটি ভাড়া বাড়ির ঘরের জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জেসি ইসলাম (২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মাগুরা জেলার সদর থানার কৃষ্ণপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। নিহত জেসি ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে স্বামীর সাথে জামসিং মহল্লায় ভাড়া থাকত বলে জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) তাহামুদ বলেন, গার্মেন্টস শ্রমিকের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া গৃহবধূর লাশটি দুই পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিনা ময়নাতদন্তে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।