চাচাকে দেখতে গিয়ে লাশ হলো শিশু আরাফাত
নিজস্ব প্রতিবেদক | ২১ ফেব্রুয়ারি, ২০১৯ ১৩:১২
পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে তিন বছরের শিশু আরাফাতের। সে ছোট চাচা দিপুর সঙ্গে দেখা করতে গিয়েছিল বাবা ও চাচার হোশিয়ারি দোকানে।
দোকান বন্ধ করে বুধবার রাতে ভাতিজা, দুই ভাই মোহাম্মদ আলী ও অপুর সঙ্গে বাড়ি ফিরছিলেন দিপু। এ সময় হঠাৎ অগ্নিকাণ্ডের কবলে পড়েন তারা। সেখানেই মোহাম্মদ আলী, আরাফাত ও অপু নিহত হয়। তাদের থেকে একটু সামনে থাকায় প্রাণে বেঁচে যান দিপু।
অগ্নিদগ্ধ হওয়ার পর আহত আলী রাত ১০টা ১০ মিনিটে ছোট ভাইকে ফোন করেন। কিন্তু ফোন রিসিভ করতে পারিনি দিপু। পরে ফিরতি ফোন করলে রিসিভ করেনি বড় ভাই আলী। ততক্ষণে লাশ হয়ে গেছে মোহাম্মদ আলী, অপু ও আরাফাত।
ঢাকা মেডিকেল মর্গের সামনে বিলাপ করতে করতে দিপু বলেন, “ভাইয়ের শেষ ফোন ধরা হলো না আমার। আর কোনো দিন ভাই ফোন করবে না।”
আরও বলেন, “আরাফাত আমার সঙ্গে দেখা করতে দোকানে যায়।”
দিপু জানান, বড় ভাই মোহাম্মদ আলীর স্ত্রী সাত মাসের গর্ভবতী। নিহত অপর ভাই অপুর তিন মাসের একটি বাচ্চা রয়েছে।
দিপু, আলী ও অপুর চকবাজারের দোকান রয়েছে। তারা রহমতগঞ্জ ছাড়া মসজিদ এলাকায় থাকেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২১ ফেব্রুয়ারি, ২০১৯ ১৩:১২

পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে তিন বছরের শিশু আরাফাতের। সে ছোট চাচা দিপুর সঙ্গে দেখা করতে গিয়েছিল বাবা ও চাচার হোশিয়ারি দোকানে।
দোকান বন্ধ করে বুধবার রাতে ভাতিজা, দুই ভাই মোহাম্মদ আলী ও অপুর সঙ্গে বাড়ি ফিরছিলেন দিপু। এ সময় হঠাৎ অগ্নিকাণ্ডের কবলে পড়েন তারা। সেখানেই মোহাম্মদ আলী, আরাফাত ও অপু নিহত হয়। তাদের থেকে একটু সামনে থাকায় প্রাণে বেঁচে যান দিপু।
অগ্নিদগ্ধ হওয়ার পর আহত আলী রাত ১০টা ১০ মিনিটে ছোট ভাইকে ফোন করেন। কিন্তু ফোন রিসিভ করতে পারিনি দিপু। পরে ফিরতি ফোন করলে রিসিভ করেনি বড় ভাই আলী। ততক্ষণে লাশ হয়ে গেছে মোহাম্মদ আলী, অপু ও আরাফাত।
ঢাকা মেডিকেল মর্গের সামনে বিলাপ করতে করতে দিপু বলেন, “ভাইয়ের শেষ ফোন ধরা হলো না আমার। আর কোনো দিন ভাই ফোন করবে না।”
আরও বলেন, “আরাফাত আমার সঙ্গে দেখা করতে দোকানে যায়।”
দিপু জানান, বড় ভাই মোহাম্মদ আলীর স্ত্রী সাত মাসের গর্ভবতী। নিহত অপর ভাই অপুর তিন মাসের একটি বাচ্চা রয়েছে।
দিপু, আলী ও অপুর চকবাজারের দোকান রয়েছে। তারা রহমতগঞ্জ ছাড়া মসজিদ এলাকায় থাকেন।