পুরান ঢাকা থেকে গুদাম না সরানো দুঃখজনক: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১২:০৯
ফাইল ছবি
রাজধানীর পুরান ঢাকা থেকে কেমিক্যাল মালিকদের গুদাম না সরানো দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে যান প্রধানমন্ত্রী।
সেখানে তিনি সাংবাদিকদের বলেন, চকবাজার থেকে কেমিক্যাল মালিকদের গুদাম না সরানো দুঃখজনক। এতো প্রাণহানির পরও গুদাম না সরানোর কোনো কারণ থাকতে পারে না।
পুরান ঢাকা থেকে রাসায়নিক কারখানা ও গুদাম সরানোর নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, রাজধানীতে আধুনিক রাসায়নিক গুদাম নির্মাণ করবে সরকার।
এ ধরনের অগ্নিনির্বাপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশস্ত রাস্তা রেখে ভবন করতে হবে। খাল-জলাশয় উদ্ধার করা হবে।
এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন ও স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
গত বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬৭ জন নিহত হন। আহত হন প্রায় অর্ধশত। আহতদের মধ্যে নয়জন ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি আছে। তাদের অবস্থা ‘শঙ্কামুক্ত নয়’ বলে চিকিৎসকরা জানিয়েছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১২:০৯

রাজধানীর পুরান ঢাকা থেকে কেমিক্যাল মালিকদের গুদাম না সরানো দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে যান প্রধানমন্ত্রী।
সেখানে তিনি সাংবাদিকদের বলেন, চকবাজার থেকে কেমিক্যাল মালিকদের গুদাম না সরানো দুঃখজনক। এতো প্রাণহানির পরও গুদাম না সরানোর কোনো কারণ থাকতে পারে না।
পুরান ঢাকা থেকে রাসায়নিক কারখানা ও গুদাম সরানোর নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, রাজধানীতে আধুনিক রাসায়নিক গুদাম নির্মাণ করবে সরকার।
এ ধরনের অগ্নিনির্বাপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশস্ত রাস্তা রেখে ভবন করতে হবে। খাল-জলাশয় উদ্ধার করা হবে।
এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন ও স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
গত বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬৭ জন নিহত হন। আহত হন প্রায় অর্ধশত। আহতদের মধ্যে নয়জন ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি আছে। তাদের অবস্থা ‘শঙ্কামুক্ত নয়’ বলে চিকিৎসকরা জানিয়েছেন।