ট্রাউজার দেখে শনাক্ত হল মঞ্জুর লাশ
নিজস্ব প্রতিবেদক | ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১২:২৮
পুরান ঢাকার চকবাজারে আগুনে পুড়ে নিহত আনোয়ার হোসেন মঞ্জুর (৪০) লাশ শনাক্ত করেছে তার স্বজনরা। শনিবার সকালে শরীরে ট্রাউজার ও শার্ট দেখে তার লাশ শনাক্ত করা হয়।
মঞ্জু চুড়িহাট্টা এলাকায় ফার্মেসি দোকানের মালিক। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি এলাকায়।
মঞ্জুর ছোট ভাই মাইনুল হাসান জানান, ঢাকা মেডিকেল ও আরও কয়েকটি হাসপাতালে গিয়েছিলাম। কিন্তু সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে শুক্রবার রাতে লাশ শনাক্ত করেছি। লাশের নম্বর ছিল ৪১।
‘এখন যত দ্রুত সম্ভব আমরা নোয়াখালী লাশ নিয়ে গিয়ে দাফন করবো’ বলেন নিহত পরিবারের স্বজনরা।
গত বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬৭ জন নিহত হন। আহত হন প্রায় অর্ধশত। আহতদের মধ্যে নয়জন ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি আছে। তাদের অবস্থা ‘শঙ্কামুক্ত নয়’ বলে চিকিৎসকরা জানিয়েছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১২:২৮

পুরান ঢাকার চকবাজারে আগুনে পুড়ে নিহত আনোয়ার হোসেন মঞ্জুর (৪০) লাশ শনাক্ত করেছে তার স্বজনরা। শনিবার সকালে শরীরে ট্রাউজার ও শার্ট দেখে তার লাশ শনাক্ত করা হয়।
মঞ্জু চুড়িহাট্টা এলাকায় ফার্মেসি দোকানের মালিক। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি এলাকায়।
মঞ্জুর ছোট ভাই মাইনুল হাসান জানান, ঢাকা মেডিকেল ও আরও কয়েকটি হাসপাতালে গিয়েছিলাম। কিন্তু সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে শুক্রবার রাতে লাশ শনাক্ত করেছি। লাশের নম্বর ছিল ৪১।
‘এখন যত দ্রুত সম্ভব আমরা নোয়াখালী লাশ নিয়ে গিয়ে দাফন করবো’ বলেন নিহত পরিবারের স্বজনরা।
গত বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬৭ জন নিহত হন। আহত হন প্রায় অর্ধশত। আহতদের মধ্যে নয়জন ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি আছে। তাদের অবস্থা ‘শঙ্কামুক্ত নয়’ বলে চিকিৎসকরা জানিয়েছেন।
শেয়ার করুন