আগুনে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে: কাদের
নিজস্ব প্রতিবেদক | ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১৩:০৬
ফাইল ছবি
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজদের উদ্ধারে সব ধরনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার বেলা সাড়ে ১১টায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল চকবাজারের চুড়িহাট্টা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, “আমি ঘটনার দিন এখানে এসেছিলাম, গতকাল এসেছি, আজও আসলাম। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন- তুমি ঘটনাস্থলে যাও, আমি বার্ন ইউনিটে যাচ্ছি। লোকজন তাদের মিসিং (নিখোঁজ) স্বজনদের খুঁজছে।”
তিনি বলেন, মিসিংদের খুঁজে বের করার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গ্রহণ করা হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার হতাহতদের জন্য সব ধরনের সহযোগিতা ও সাহায্যের হাত বাড়িয়েছে।
গত বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬৭ জন নিহত হন। আহত হন প্রায় অর্ধশত। আহতদের মধ্যে নয়জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি আছে। তাদের অবস্থা ‘শঙ্কামুক্ত নয়’ বলে চিকিৎসকরা জানিয়েছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১৩:০৬

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজদের উদ্ধারে সব ধরনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার বেলা সাড়ে ১১টায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল চকবাজারের চুড়িহাট্টা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, “আমি ঘটনার দিন এখানে এসেছিলাম, গতকাল এসেছি, আজও আসলাম। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন- তুমি ঘটনাস্থলে যাও, আমি বার্ন ইউনিটে যাচ্ছি। লোকজন তাদের মিসিং (নিখোঁজ) স্বজনদের খুঁজছে।”
তিনি বলেন, মিসিংদের খুঁজে বের করার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গ্রহণ করা হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার হতাহতদের জন্য সব ধরনের সহযোগিতা ও সাহায্যের হাত বাড়িয়েছে।
গত বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬৭ জন নিহত হন। আহত হন প্রায় অর্ধশত। আহতদের মধ্যে নয়জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি আছে। তাদের অবস্থা ‘শঙ্কামুক্ত নয়’ বলে চিকিৎসকরা জানিয়েছেন।