চকবাজারে অগ্নিকাণ্ড
সংসদে সর্বসম্মত শোক
নিজস্ব প্রতিবেদক | ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ২১:৩৬
পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন নিহতের ঘটনায় জাতীয় সংসদে সর্বসম্মত শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে।
রবিবার বিকেলে সংসদ অধিবেশনের শুরুতে শোক প্রকাশ করেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। পরে তিনি শোকপ্রস্তাবটি উপস্থাপন করেন।
এ সময় স্পিকার বলেন, চকবাজারের ভয়াল অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৭ জনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বহুলোক অগ্নিদগ্ধ ও আহত হয়েছেন। ওই ঘটনায় মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। এ ছাড়া অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করছে ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। সেই সঙ্গে অগ্নিকাণ্ডে আহত চিকিৎসাধীন ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করছে জাতীয় সংসদ।
গত বুধবার রাতে রাজধানীর চকবাজারে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে ৬৭ জন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি অগ্নিদগ্ধ ও আহত হন। আহতদের মধ্যে ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রবিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধদের দেখতে যান স্পিকার। তিনি চিকিৎসক, রোগী ও রোগীর আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ২১:৩৬

পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন নিহতের ঘটনায় জাতীয় সংসদে সর্বসম্মত শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে।
রবিবার বিকেলে সংসদ অধিবেশনের শুরুতে শোক প্রকাশ করেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। পরে তিনি শোকপ্রস্তাবটি উপস্থাপন করেন।
এ সময় স্পিকার বলেন, চকবাজারের ভয়াল অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৭ জনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বহুলোক অগ্নিদগ্ধ ও আহত হয়েছেন। ওই ঘটনায় মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। এ ছাড়া অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করছে ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। সেই সঙ্গে অগ্নিকাণ্ডে আহত চিকিৎসাধীন ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করছে জাতীয় সংসদ।
গত বুধবার রাতে রাজধানীর চকবাজারে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে ৬৭ জন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি অগ্নিদগ্ধ ও আহত হন। আহতদের মধ্যে ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রবিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধদের দেখতে যান স্পিকার। তিনি চিকিৎসক, রোগী ও রোগীর আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।