সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন নারী সাংসদরা
নিজস্ব প্রতিবেদক | ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ২৩:১৬
সংরক্ষিত আসনে নির্বাচিত নারী সংসদ সদস্যরা (এমপি) অধিবেশনে যোগ দিয়েছেন। রোববার চলতি সংসদের প্রথম অধিবেশনের ১৫তম কার্যদিবসে যোগ দেন তারা।
এবারের সংরক্ষিত নারী আসনের সাংসদদের মধ্যে ৪৬ জনই নতুন মুখ। ৩ জন বিগত সময়ে সংরক্ষিত ও নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন ।
সংসদ অধিবেশনে যোগদান উপলক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশন চলাকালে তাদের স্বাগত জানান। স্পিকার বলেন, ‘আমি তাদের আন্তরিকভাবে স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি। আশা করি তারা সংসদীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে সংসদ আরও প্রাণবন্ত ও কার্যকর হবে।’
এক সম্পূরক প্রশ্নের ফাঁকে সাবেক শ্রম প্রতিমন্ত্রী ও কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু ব্যক্তিগতভাবে জাতীয় সংসদে আসা নারী সংসদ সদস্যদের অভিনন্দন জানান।
গত বুধবার সংরক্ষিত আসনের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেন ৪৯ জন। গত ১ ফেব্রুয়ারি নির্বাচিত ৪৯ জনের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। নতুন নির্বাচিতদের মধ্যে আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির ৪ জন, ওয়ার্কার্স পার্টির ১ জন ও স্বতন্ত্র ১ জন রয়েছেন। দলগুলোর প্রাপ্ত সাধারণ আসনের সংখ্যানুপাতে বণ্টন হওয়া নারী আসনে বিএনপির একটি আসন পাওয়ার সুযোগ আছে। কিন্তু দলটির পক্ষ থেকে নির্বাচিতরা এখনো শপথ না নেওয়ায় তাদের নারী আসনটি স্থগিত রয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ২৩:১৬

সংরক্ষিত আসনে নির্বাচিত নারী সংসদ সদস্যরা (এমপি) অধিবেশনে যোগ দিয়েছেন। রোববার চলতি সংসদের প্রথম অধিবেশনের ১৫তম কার্যদিবসে যোগ দেন তারা।
এবারের সংরক্ষিত নারী আসনের সাংসদদের মধ্যে ৪৬ জনই নতুন মুখ। ৩ জন বিগত সময়ে সংরক্ষিত ও নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন ।
সংসদ অধিবেশনে যোগদান উপলক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশন চলাকালে তাদের স্বাগত জানান। স্পিকার বলেন, ‘আমি তাদের আন্তরিকভাবে স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি। আশা করি তারা সংসদীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে সংসদ আরও প্রাণবন্ত ও কার্যকর হবে।’
এক সম্পূরক প্রশ্নের ফাঁকে সাবেক শ্রম প্রতিমন্ত্রী ও কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু ব্যক্তিগতভাবে জাতীয় সংসদে আসা নারী সংসদ সদস্যদের অভিনন্দন জানান।
গত বুধবার সংরক্ষিত আসনের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেন ৪৯ জন। গত ১ ফেব্রুয়ারি নির্বাচিত ৪৯ জনের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। নতুন নির্বাচিতদের মধ্যে আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির ৪ জন, ওয়ার্কার্স পার্টির ১ জন ও স্বতন্ত্র ১ জন রয়েছেন। দলগুলোর প্রাপ্ত সাধারণ আসনের সংখ্যানুপাতে বণ্টন হওয়া নারী আসনে বিএনপির একটি আসন পাওয়ার সুযোগ আছে। কিন্তু দলটির পক্ষ থেকে নির্বাচিতরা এখনো শপথ না নেওয়ায় তাদের নারী আসনটি স্থগিত রয়েছে।