এবার উচ্চতর গণিতের প্রশ্নে ভুল
নিজস্ব প্রতিবেদক | ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ২৩:১৯
এবারের এসএসসি পরীক্ষায় প্রথম থেকেই একের পর এক ভুল প্রশ্নপত্র ও অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া গেছে। সর্বশেষ গত শনিবার উচ্চতর গণিতের প্রশ্নপত্রেও ভুল ছিল বলে অভিযোগ করেছে পরীক্ষার্থীরা।
আর পরীক্ষার প্রথম দিনে নতুন ও পুরোনো সিলেবাসের প্রশ্নপত্রে ওলটপালট এবং ইংরেজি ভার্সনের প্রশ্নপত্রেও ভুল ধরা পড়ে। একের পর এক প্রশ্নপত্রে এমন ভুলের কারণে শিক্ষার্থী ও অভিভাবকেরা উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন।
গত শনিবার এসএসসি পরীক্ষা ছিল বিজ্ঞান ও উচ্চতর গণিত (তত্ত্বীয়)। এর মধ্যে উচ্চতর গণিত (তত্ত্বীয়) এতে ঘ সেটে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার্থীরা জানায়, এতে ‘ক’ বিভাগে- বীজগণিতে ২ নম্বর প্রশ্নের ‘খ’ প্রশ্নটি ভুল। এই প্রশ্নের পূর্নমান ৪। রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের শিক্ষার্থীরা তাৎক্ষণিক শ্রেণি শিক্ষকদের জানালে তারাও ভুল বলে নিশ্চিত করেন।
এ ব্যাপারে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার প্রশ্নপত্রে ভুলের ঘটনার সত্যতা স্বীকার করে দেশ রূপান্তরকে বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা হেড এক্সামিনার দিয়ে পরীক্ষা করাবো। ‘
তবে প্রশ্নে ভুল চিহ্নিত হলে পরীক্ষার্থীদের উদ্বেগের কিছু নেই মন্তব্য করে তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টিকে বিশেষ বিবেচনায় দেখবো।’
এবার এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের ভুলের বিষয়সহ পরীক্ষা ব্যবস্থাপনার নানা ত্রুটি দেখা যাচ্ছে পরীক্ষার শুরুর দিন থেকেই। ইংরেজি ভার্সনের প্রশ্নপত্রে ভুলের মাত্রাও কম নয় বলে অভিযোগ রয়েছে। বাংলা থেকে অনুবাদ করতে গিয়ে প্রশ্নের বিষয়বস্তু পাল্টে গেছে। কোথাও কোথাও শব্দের ভুল ইংরেজি করা হয়েছে। এতে বিপাকে পড়েছে ইংরেজি ভার্সনের এসএসসি পরীক্ষার্থীরা। ফলাফলে এর প্রভাব পড়বে এমন আশঙ্কায় আছেন তারা। আজ ২৫ ফেব্রুয়ারি পরীক্ষার তত্ত্বীয় বিষয় শেষ হচ্ছে। এরপরই শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।
উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র এবং ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী। দেশের তিন হাজার ৪৯৭টি কেন্দ্রে ২৮ হাজার ৬৮২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ২৩:১৯

এবারের এসএসসি পরীক্ষায় প্রথম থেকেই একের পর এক ভুল প্রশ্নপত্র ও অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া গেছে। সর্বশেষ গত শনিবার উচ্চতর গণিতের প্রশ্নপত্রেও ভুল ছিল বলে অভিযোগ করেছে পরীক্ষার্থীরা।
আর পরীক্ষার প্রথম দিনে নতুন ও পুরোনো সিলেবাসের প্রশ্নপত্রে ওলটপালট এবং ইংরেজি ভার্সনের প্রশ্নপত্রেও ভুল ধরা পড়ে। একের পর এক প্রশ্নপত্রে এমন ভুলের কারণে শিক্ষার্থী ও অভিভাবকেরা উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন।
গত শনিবার এসএসসি পরীক্ষা ছিল বিজ্ঞান ও উচ্চতর গণিত (তত্ত্বীয়)। এর মধ্যে উচ্চতর গণিত (তত্ত্বীয়) এতে ঘ সেটে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার্থীরা জানায়, এতে ‘ক’ বিভাগে- বীজগণিতে ২ নম্বর প্রশ্নের ‘খ’ প্রশ্নটি ভুল। এই প্রশ্নের পূর্নমান ৪। রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের শিক্ষার্থীরা তাৎক্ষণিক শ্রেণি শিক্ষকদের জানালে তারাও ভুল বলে নিশ্চিত করেন।
এ ব্যাপারে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার প্রশ্নপত্রে ভুলের ঘটনার সত্যতা স্বীকার করে দেশ রূপান্তরকে বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা হেড এক্সামিনার দিয়ে পরীক্ষা করাবো। ‘
তবে প্রশ্নে ভুল চিহ্নিত হলে পরীক্ষার্থীদের উদ্বেগের কিছু নেই মন্তব্য করে তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টিকে বিশেষ বিবেচনায় দেখবো।’
এবার এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের ভুলের বিষয়সহ পরীক্ষা ব্যবস্থাপনার নানা ত্রুটি দেখা যাচ্ছে পরীক্ষার শুরুর দিন থেকেই। ইংরেজি ভার্সনের প্রশ্নপত্রে ভুলের মাত্রাও কম নয় বলে অভিযোগ রয়েছে। বাংলা থেকে অনুবাদ করতে গিয়ে প্রশ্নের বিষয়বস্তু পাল্টে গেছে। কোথাও কোথাও শব্দের ভুল ইংরেজি করা হয়েছে। এতে বিপাকে পড়েছে ইংরেজি ভার্সনের এসএসসি পরীক্ষার্থীরা। ফলাফলে এর প্রভাব পড়বে এমন আশঙ্কায় আছেন তারা। আজ ২৫ ফেব্রুয়ারি পরীক্ষার তত্ত্বীয় বিষয় শেষ হচ্ছে। এরপরই শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।
উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র এবং ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী। দেশের তিন হাজার ৪৯৭টি কেন্দ্রে ২৮ হাজার ৬৮২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে।