র্যাবের ক্রিমিনাল ডেটাবেইসে ছিল বিমান ছিনতাইকারী পলাশের নাম
নিজস্ব প্রতিবেদক | ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ ১৩:৩২
বাংলাদেশ এয়ারলাইনসের বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী মাহমুদ পলাশের নাম-পরিচয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের ক্রিমিনাল ডেটাবেইসে ছিল।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান।
ডেটাবেইসের তথ্য অনুযায়ী, রোববার কমান্ডো অভিযানে নিহত বিমান ছিনতাইয়ের চেষ্টাকারীর ফিঙ্গার প্রিন্ট অনুসন্ধানে র্যাবের ক্রিমিনাল ডেটাবেইসের একজন অপরাধীর তথ্যাদির সঙ্গে মিল পাওয়া যায়।
ডেটাবেইসে রক্ষিত তথ্য অনুযায়ী তার পরিচয় হলো- নাম- মো. পলাশ আহমেদ, পিতা- পিয়ার জাহান সরদার, ঠিকানা- দুধঘাটা, পিরিজপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।
ওই বিমানের প্যাসেঞ্জার লিস্ট অনুযায়ী পলাশ অভ্যন্তরীণ রুটের (ঢাকা-চট্টগ্রাম) যাত্রী ছিল। তার নাম উল্লেখ ছিল- AHMED/MD POLASH. সিট নম্বর ছিল-17A.
প্রসঙ্গত, ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ রোববার ছিনতাইকারীর কবলে পড়েছিল। প্রায় দুই ঘণ্টার টানটান উত্তেজনার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি ছিনতাই চেষ্টার অবসান হয়।
কমান্ডো অভিযানে উড়োজাহাজে থাকা অস্ত্রধারী তরুণ নিহত হন। টিকিটে তার নাম মো. মাজিদুল বলে প্রাথমিকভাবে জানানো হয়েছিল।
এর আগে উড়োজাহাজটি থেকে যাত্রী-ক্রুসহ সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এ সময় বিমানবন্দর এলাকায় ভিড় করে অসংখ্য মানুষ। এ ঘটনায় সাতটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়। প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর রাত ১০টার দিকে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ ১৩:৩২

বাংলাদেশ এয়ারলাইনসের বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী মাহমুদ পলাশের নাম-পরিচয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের ক্রিমিনাল ডেটাবেইসে ছিল।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান।
ডেটাবেইসের তথ্য অনুযায়ী, রোববার কমান্ডো অভিযানে নিহত বিমান ছিনতাইয়ের চেষ্টাকারীর ফিঙ্গার প্রিন্ট অনুসন্ধানে র্যাবের ক্রিমিনাল ডেটাবেইসের একজন অপরাধীর তথ্যাদির সঙ্গে মিল পাওয়া যায়।
ডেটাবেইসে রক্ষিত তথ্য অনুযায়ী তার পরিচয় হলো- নাম- মো. পলাশ আহমেদ, পিতা- পিয়ার জাহান সরদার, ঠিকানা- দুধঘাটা, পিরিজপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।
ওই বিমানের প্যাসেঞ্জার লিস্ট অনুযায়ী পলাশ অভ্যন্তরীণ রুটের (ঢাকা-চট্টগ্রাম) যাত্রী ছিল। তার নাম উল্লেখ ছিল- AHMED/MD POLASH. সিট নম্বর ছিল-17A.
প্রসঙ্গত, ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ রোববার ছিনতাইকারীর কবলে পড়েছিল। প্রায় দুই ঘণ্টার টানটান উত্তেজনার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি ছিনতাই চেষ্টার অবসান হয়।
কমান্ডো অভিযানে উড়োজাহাজে থাকা অস্ত্রধারী তরুণ নিহত হন। টিকিটে তার নাম মো. মাজিদুল বলে প্রাথমিকভাবে জানানো হয়েছিল।
এর আগে উড়োজাহাজটি থেকে যাত্রী-ক্রুসহ সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এ সময় বিমানবন্দর এলাকায় ভিড় করে অসংখ্য মানুষ। এ ঘটনায় সাতটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়। প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর রাত ১০টার দিকে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।