দেশের উন্নয়নে প্রবাসীদেরও অবদান রয়েছে: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক | ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১৮:০৮
ছবি: পিআইডি
প্রবাসে বসবাসরত বাংলাদেশের প্রকৌশলীদের এ মাটিরই সন্তান আখ্যায়িত করে দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে অনাবাসী (এনআরবি) প্রকৌশলীদের প্রথম কনভেনশনের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
দেশের উন্নয়নে প্রবাসীদেরও অবদান রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “অনাবাসিক প্রকৌশলীরা দেশের তথ্য-প্রযুক্তি, কৃষি, শিল্পোৎপাদন, যোগাযোগ এবং সমুদ্র সম্পদ আহরণে ব্যাপক ভূমিকা পালন করতে পারেন।”
তিনি বলেন, “তারা (প্রকৌশলীরা) পলিসি লেভেল চ্যালেঞ্জ এবং ইনস্টিটিউশন লেভেল চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের চলমান উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে পারেন।”
দেশের বর্তমান উন্নয়নে প্রবাসীদের অংশগ্রহণমূলক সহযোগিতার উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমাদের দেশের উন্নয়নে প্রবাসীদেরও অবদান রয়েছে। শুধু তাই নয়, প্রবাসীদের অর্জিত অর্থ আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রাখে। কাজেই সেদিক থেকে আমরা সবসময়ই প্রবাসীদের সম্মানের চোখে দেখি।
মেধা পাচার প্রসঙ্গে তিনি বলেন, একটা কথা সবসময় বলা হয় যে, ব্রেইন ড্রেইন। আমি সেটা মনে করি না। বরং আমাদের দেশেতো লোকের অভাব নেই, যুব সমাজের অভাব নেই। আমরা যদি তাদের সুশিক্ষিত করতে পারি তাহলে তারা বিদেশে থেকেই দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, বিদেশে যারা লেখাপড়া করতে গিয়ে থেকে যান বা বিভিন্ন ব্যবসায়িক কারণে বা কর্মসূত্রে বিদেশে গিয়ে যারা প্রবাসী হয়ে যান, তারা যে অভিজ্ঞতাটা সঞ্চয় করেন তার মূল্যও কম নয়।
তিনি বলেন, “আমরা যদি বিশ্বকে না দেখি, কোথাও না যাই তাহলে আমরা জানবো কী করে যে বিশ্বের অন্যত্র কি হচ্ছে, সেখানেও একটি জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি হয়।”
বাসস জানায়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), ব্রীজ টু বাংলাদেশ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের যৌথ উদ্যোগে সরকারের নীতিগত পর্যায়ে এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে অনাবাসী প্রকৌশলীরা কিভাবে সহযোগিতার মাধ্যমে অবদান রাখতে পারেন সেজন্যই দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১৮:০৮

প্রবাসে বসবাসরত বাংলাদেশের প্রকৌশলীদের এ মাটিরই সন্তান আখ্যায়িত করে দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে অনাবাসী (এনআরবি) প্রকৌশলীদের প্রথম কনভেনশনের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
দেশের উন্নয়নে প্রবাসীদেরও অবদান রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “অনাবাসিক প্রকৌশলীরা দেশের তথ্য-প্রযুক্তি, কৃষি, শিল্পোৎপাদন, যোগাযোগ এবং সমুদ্র সম্পদ আহরণে ব্যাপক ভূমিকা পালন করতে পারেন।”
তিনি বলেন, “তারা (প্রকৌশলীরা) পলিসি লেভেল চ্যালেঞ্জ এবং ইনস্টিটিউশন লেভেল চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের চলমান উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে পারেন।”
দেশের বর্তমান উন্নয়নে প্রবাসীদের অংশগ্রহণমূলক সহযোগিতার উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমাদের দেশের উন্নয়নে প্রবাসীদেরও অবদান রয়েছে। শুধু তাই নয়, প্রবাসীদের অর্জিত অর্থ আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রাখে। কাজেই সেদিক থেকে আমরা সবসময়ই প্রবাসীদের সম্মানের চোখে দেখি।
মেধা পাচার প্রসঙ্গে তিনি বলেন, একটা কথা সবসময় বলা হয় যে, ব্রেইন ড্রেইন। আমি সেটা মনে করি না। বরং আমাদের দেশেতো লোকের অভাব নেই, যুব সমাজের অভাব নেই। আমরা যদি তাদের সুশিক্ষিত করতে পারি তাহলে তারা বিদেশে থেকেই দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, বিদেশে যারা লেখাপড়া করতে গিয়ে থেকে যান বা বিভিন্ন ব্যবসায়িক কারণে বা কর্মসূত্রে বিদেশে গিয়ে যারা প্রবাসী হয়ে যান, তারা যে অভিজ্ঞতাটা সঞ্চয় করেন তার মূল্যও কম নয়।
তিনি বলেন, “আমরা যদি বিশ্বকে না দেখি, কোথাও না যাই তাহলে আমরা জানবো কী করে যে বিশ্বের অন্যত্র কি হচ্ছে, সেখানেও একটি জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি হয়।”
বাসস জানায়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), ব্রীজ টু বাংলাদেশ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের যৌথ উদ্যোগে সরকারের নীতিগত পর্যায়ে এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে অনাবাসী প্রকৌশলীরা কিভাবে সহযোগিতার মাধ্যমে অবদান রাখতে পারেন সেজন্যই দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন।