বৃষ্টি বিঘ্নিত আবহাওয়ায় ভোটার কম
নিজস্ব প্রতিবেদক | ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ ১০:৪৩
বৃষ্টি বিঘ্নিত আবহাওয়ার কারণে ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে সকালে অধিকাংশ ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে দেখা গেছে ভোটার সংখ্যা।
রাজধানীর বাড্ডা এলাকা ঘুরে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি একদমই কম। তবে অনেকে আশাবাদী যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়বে।
ফার্মগেট-তেজগাঁও এলাকার বেশির ভাগ ভোটকেন্দ্রই ফাঁকা দেখা গেছে।
অভিজাত এলাকার ভোট কেন্দ্র মানারাত ইন্টারন্যাশনাল স্কুলে সকাল ৯টা পর্যন্ত ভোটার সংখ্যা ছিল খুবই কম। তবে ভোটার সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। এ কেন্দ্রে বেলা ১১টায় ভোট দেবেন উত্তর সিটির জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী শাফিন আহমেদ।
এর আগে উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। তিনি বলেন, “ভোট গণতান্ত্রিক অধিকার। বৃষ্টির দিনে সবাইকে অনুরোধ করবো ভোট দিতে আসার জন্য।”
সংশ্লিষ্ট অনেকেই জানিয়েছেন, জাতীয় নির্বাচনের তুলনায় এ নির্বাচনে ভোটারদের আগ্রহ তুলনামূলক বেশি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ ১০:৪৩

বৃষ্টি বিঘ্নিত আবহাওয়ার কারণে ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে সকালে অধিকাংশ ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে দেখা গেছে ভোটার সংখ্যা।
রাজধানীর বাড্ডা এলাকা ঘুরে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি একদমই কম। তবে অনেকে আশাবাদী যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়বে।
ফার্মগেট-তেজগাঁও এলাকার বেশির ভাগ ভোটকেন্দ্রই ফাঁকা দেখা গেছে।
অভিজাত এলাকার ভোট কেন্দ্র মানারাত ইন্টারন্যাশনাল স্কুলে সকাল ৯টা পর্যন্ত ভোটার সংখ্যা ছিল খুবই কম। তবে ভোটার সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। এ কেন্দ্রে বেলা ১১টায় ভোট দেবেন উত্তর সিটির জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী শাফিন আহমেদ।
এর আগে উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। তিনি বলেন, “ভোট গণতান্ত্রিক অধিকার। বৃষ্টির দিনে সবাইকে অনুরোধ করবো ভোট দিতে আসার জন্য।”
সংশ্লিষ্ট অনেকেই জানিয়েছেন, জাতীয় নির্বাচনের তুলনায় এ নির্বাচনে ভোটারদের আগ্রহ তুলনামূলক বেশি।