চুড়িহাট্টায় অগ্নিদগ্ধ আরও একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | ২ মার্চ, ২০১৯ ১১:০৮
রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিদগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। জাকির হোসেন (৪৫) নামের ওই ব্যক্তি শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া (ইন্সপেক্টর) জানান, জাকিরের শরীরের ৩৮ শতাংশ পোড়া ছিল।
দগ্ধদের মধ্যে আরও দুইজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন।
এনিয়ে বার্ন ইউনিটে ভর্তি নয়জনের মধ্যে চারজন মারা গেলেন। এর আগে তিনজনকে রিলিজ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
এনিয়ে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা সরকারি হিসাব মতে ৭১ জনে দাঁড়িয়েছে। এখনো কয়েকজনের সন্ধান মেলেনি। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২ মার্চ, ২০১৯ ১১:০৮

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিদগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। জাকির হোসেন (৪৫) নামের ওই ব্যক্তি শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া (ইন্সপেক্টর) জানান, জাকিরের শরীরের ৩৮ শতাংশ পোড়া ছিল।
দগ্ধদের মধ্যে আরও দুইজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন।
এনিয়ে বার্ন ইউনিটে ভর্তি নয়জনের মধ্যে চারজন মারা গেলেন। এর আগে তিনজনকে রিলিজ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
এনিয়ে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা সরকারি হিসাব মতে ৭১ জনে দাঁড়িয়েছে। এখনো কয়েকজনের সন্ধান মেলেনি। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শেয়ার করুন