বাসা-বাড়ি নয়, বাণিজ্যিক প্রতিষ্ঠানে গ্যাসের দাম বাড়ানোর ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক | ২ মার্চ, ২০১৯ ১৭:৪০
ছবি: সংগৃহীত
গ্যাসের দাম বাসা-বাড়িতে নয় শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তিনি বলেছেন, 'বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) গ্যাসের দাম সমন্বয়ের একটি প্রস্তাব আমরা দিয়েছি। এখন তারা সিদ্ধান্ত নেবেন কী করবেন।'
শনিবার অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব বলেন। ১১ মার্চ বিইআরসি গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে গণশুনানি আয়োজনের আগে সংশ্লিষ্ট সাংবাদিকরা এ অনুষ্ঠানের আয়োজন করে।
জ্বালনিবিষয়ক প্রতিবেদকদের সংগঠন এনার্জি রিপোর্টাস অব বাংলাদেশ (ফারব) এ আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অরুণ কর্মকার, সদরুল হাসান অনুষ্ঠান পরিচালনা করেন।
এ অনুষ্ঠানে সংগঠনের নতুন ওয়েবসাইট www.ferbd.com উদ্বোধন করেন নসরুল হামিদ।
প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত সরকার নিলেও জ্বালানি খাতে এর প্রভাব খুব বেশি হবে না, কারণ বিদ্যুৎকেন্দ্রে গ্যাস ব্যবহারের পরিকল্পনা নেয়া হয়েছে।
'আমরা যেহেতু বিদ্যুৎকেন্দ্রে তেলের ব্যবহার কমিয়ে আনছি এবং গ্যাসের ব্যবহার বাড়াচ্ছি, ফলে জ্বালানি ক্ষেত্রে এ মূল্য বৃদ্ধির প্রভাব থাকবে না'।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সিলিন্ডার ব্যবহারের পরিবর্তে বৈদ্যুতিক উপায়ে গণপরিবহন চালানোর পরামর্শ দেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২ মার্চ, ২০১৯ ১৭:৪০

গ্যাসের দাম বাসা-বাড়িতে নয় শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তিনি বলেছেন, 'বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) গ্যাসের দাম সমন্বয়ের একটি প্রস্তাব আমরা দিয়েছি। এখন তারা সিদ্ধান্ত নেবেন কী করবেন।'
শনিবার অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব বলেন। ১১ মার্চ বিইআরসি গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে গণশুনানি আয়োজনের আগে সংশ্লিষ্ট সাংবাদিকরা এ অনুষ্ঠানের আয়োজন করে।
জ্বালনিবিষয়ক প্রতিবেদকদের সংগঠন এনার্জি রিপোর্টাস অব বাংলাদেশ (ফারব) এ আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অরুণ কর্মকার, সদরুল হাসান অনুষ্ঠান পরিচালনা করেন।
এ অনুষ্ঠানে সংগঠনের নতুন ওয়েবসাইট www.ferbd.com উদ্বোধন করেন নসরুল হামিদ।
প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত সরকার নিলেও জ্বালানি খাতে এর প্রভাব খুব বেশি হবে না, কারণ বিদ্যুৎকেন্দ্রে গ্যাস ব্যবহারের পরিকল্পনা নেয়া হয়েছে।
'আমরা যেহেতু বিদ্যুৎকেন্দ্রে তেলের ব্যবহার কমিয়ে আনছি এবং গ্যাসের ব্যবহার বাড়াচ্ছি, ফলে জ্বালানি ক্ষেত্রে এ মূল্য বৃদ্ধির প্রভাব থাকবে না'।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সিলিন্ডার ব্যবহারের পরিবর্তে বৈদ্যুতিক উপায়ে গণপরিবহন চালানোর পরামর্শ দেন।