ওবায়দুল কাদেরকে এখনই বিদেশ নেওয়া হচ্ছে না
নিজস্ব প্রতিবেদক | ৩ মার্চ, ২০১৯ ১৬:০৫
শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়ায় গুরুতর অসুস্থ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বিএসএমএমইউ এর কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলী আহসান বলেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল নয়। এই মুহূর্তে তাকে বিদেশ পাঠানোর মতো অবস্থা নেই।
বর্তমানে বিএসএমএমইউ-তে ভর্তি ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। বিএসএমএমইউ’র উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া রোববার সকালে এক বিফ্রিংয়ে এ কথা জানিয়েছেন।
বয়স এবং অতিরিক্ত পরিশ্রমের কারণে এমন হয়েছে জানিয়ে তিনি বলেন, এনজিওগ্রামে মন্ত্রীর হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। তবে ব্লাড প্রেশার এবং হার্টবিট স্বাভাবিক রয়েছে।
এর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সকাল সাড়ে ৭টার দিকে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউ’র ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখান থেকে জরুরি ভিত্তিতে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে ভর্তি করা হয়।
মন্ত্রীর চিকিৎসার জন্য বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৩ মার্চ, ২০১৯ ১৬:০৫

শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়ায় গুরুতর অসুস্থ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বিএসএমএমইউ এর কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলী আহসান বলেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল নয়। এই মুহূর্তে তাকে বিদেশ পাঠানোর মতো অবস্থা নেই।
বর্তমানে বিএসএমএমইউ-তে ভর্তি ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। বিএসএমএমইউ’র উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া রোববার সকালে এক বিফ্রিংয়ে এ কথা জানিয়েছেন।
বয়স এবং অতিরিক্ত পরিশ্রমের কারণে এমন হয়েছে জানিয়ে তিনি বলেন, এনজিওগ্রামে মন্ত্রীর হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। তবে ব্লাড প্রেশার এবং হার্টবিট স্বাভাবিক রয়েছে।
এর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সকাল সাড়ে ৭টার দিকে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউ’র ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখান থেকে জরুরি ভিত্তিতে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে ভর্তি করা হয়।
মন্ত্রীর চিকিৎসার জন্য বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।