ময়ূরপঙ্খী ছিনতাই চেষ্টা: দুদিন সময় পেল তদন্ত কমিটি
নিজস্ব প্রতিবেদক | ৩ মার্চ, ২০১৯ ১৯:২৫
বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দিতে আরও দুদিন সময় পেয়েছে। রবিবার সাংবাদিকদের এ তথ্য জানান বিমান সচিব মহিবুল হক।
ঘটনার দিন রাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ৫ সদস্যের কমিটি করা হয়। ৫ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। এখন তা বাড়িয়ে সাত দিন করা হয়েছে।
তদন্ত কমিটির প্রধান বিমান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোকাব্বির হোসেন। কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম-সচিব জনেন্দ্রনাথ সরকার, বেবিচক পরিচালক উইং কমান্ডার চৌধুরী এম জিয়াউল কবির, সিকিউরিটি কনসালট্যান্ট গ্রুপ ক্যাপ্টেন (অব.) আলমগীর ও বিমান বাংলাদেশের পরিচালক (পরিকল্পনা) এয়ার কমোডর (অব.) মাহবুব জাহান খান।
গত ২৪ ফেব্রুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ময়ূরপঙ্খী নামের একটি বিমান বিকেল ৫টা ৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। এটির দুবাই যাওয়ার কথা ছিল। চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরে নামার আগে ফ্লাইটটি ছিনতাই চেষ্টা চালান পলাশ আহমেদ নামের এক যুবক। পরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হন ওই যুবক। এতে বিমানের আরোহীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৩ মার্চ, ২০১৯ ১৯:২৫

বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দিতে আরও দুদিন সময় পেয়েছে। রবিবার সাংবাদিকদের এ তথ্য জানান বিমান সচিব মহিবুল হক।
ঘটনার দিন রাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ৫ সদস্যের কমিটি করা হয়। ৫ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। এখন তা বাড়িয়ে সাত দিন করা হয়েছে।
তদন্ত কমিটির প্রধান বিমান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোকাব্বির হোসেন। কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম-সচিব জনেন্দ্রনাথ সরকার, বেবিচক পরিচালক উইং কমান্ডার চৌধুরী এম জিয়াউল কবির, সিকিউরিটি কনসালট্যান্ট গ্রুপ ক্যাপ্টেন (অব.) আলমগীর ও বিমান বাংলাদেশের পরিচালক (পরিকল্পনা) এয়ার কমোডর (অব.) মাহবুব জাহান খান।
গত ২৪ ফেব্রুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ময়ূরপঙ্খী নামের একটি বিমান বিকেল ৫টা ৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। এটির দুবাই যাওয়ার কথা ছিল। চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরে নামার আগে ফ্লাইটটি ছিনতাই চেষ্টা চালান পলাশ আহমেদ নামের এক যুবক। পরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হন ওই যুবক। এতে বিমানের আরোহীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।