২৫ মার্চ গণহত্যা দিবসে সারা দেশে ১ মিনিটের জন্য ব্ল্যাকআউট
নিজস্ব প্রতিবেদক | ৩ মার্চ, ২০১৯ ২৩:৪১
২৫ মার্চ গণহত্যা দিবসে রাত নয়টায় ১ মিনিটের জন্য সারা দেশে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে দেশের জরুরি স্থাপনা (কেপিআই) এবং চলমান যানবাহন এই কর্মসূচির বাইরে থাকবে বলে জানান তিনি।
রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সভাশেষে সাংবাদিকদের তিনি এসব জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিদেশি রাষ্ট্রদূতদের সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাতায়াতে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে। এছাড়া ডিপ্লোম্যাটদের ঢাকার গুলশান থেকে সাভার স্মৃতিসৌধে আনা-নেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।’
তিনি আরও বলেন, ‘কূটনীতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। এবং কেপিআইসমূহে বিশেষ নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। সর্বোপরি ২৫ ও ২৬ মার্চ উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।’
তিনি আরও বলেন, ‘নিরাপত্তার প্রয়োজনেই ঢাকা থেকে সাভার পর্যন্ত সড়কে যে ব্রিজগুলো আছে সেই ব্রিজের নিচে এবং আশপাশের নদীতে নৌ-পুলিশ মোতায়েন থাকবে। ঢাকা থেকে স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনও তোরণ নির্মাণ করা যাবে না।’ এছাড়া বঙ্গবন্ধু স্টেডিয়ামে শিশু-কিশোরদের সমাবেশের প্রবেশ ও বাহির পথে আর্চওয়ে স্থাপন করা হবে এবং আগতদের শরীর ও ব্যাগ তল্লাশি করা হবে বলেও তিনি জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনও বাধাতেই চকবাজারের কেমিক্যাল গুদাম সরানোর কাজ থেমে থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে সিরিয়াস উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এরই মধ্যে তিনি একটি দিক-নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী কাজ চলছ’।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা একটি নীতিমালা তৈরির কাজ করছি। সরকারের এই কার্যক্রমে যারা বাধা দিচ্ছে, নিশ্চয়ই তাদের একদিন ভুল ভাঙবে এবং তারাই এই কাজে সরকারকে সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা বাস্তবায়নে ঢাকা দক্ষিণের মেয়র যে সহযোগিতা চাইবেন সরকারের পক্ষ থেকে তা করা হবে। ঢাকা শহরকে তিনি কিভাবে সাজাবেন এটা তার বিষয়। এখানে তার সিদ্ধান্তই চূড়ান্ত।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৩ মার্চ, ২০১৯ ২৩:৪১

২৫ মার্চ গণহত্যা দিবসে রাত নয়টায় ১ মিনিটের জন্য সারা দেশে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে দেশের জরুরি স্থাপনা (কেপিআই) এবং চলমান যানবাহন এই কর্মসূচির বাইরে থাকবে বলে জানান তিনি।
রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সভাশেষে সাংবাদিকদের তিনি এসব জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিদেশি রাষ্ট্রদূতদের সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাতায়াতে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে। এছাড়া ডিপ্লোম্যাটদের ঢাকার গুলশান থেকে সাভার স্মৃতিসৌধে আনা-নেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।’
তিনি আরও বলেন, ‘কূটনীতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। এবং কেপিআইসমূহে বিশেষ নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। সর্বোপরি ২৫ ও ২৬ মার্চ উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।’
তিনি আরও বলেন, ‘নিরাপত্তার প্রয়োজনেই ঢাকা থেকে সাভার পর্যন্ত সড়কে যে ব্রিজগুলো আছে সেই ব্রিজের নিচে এবং আশপাশের নদীতে নৌ-পুলিশ মোতায়েন থাকবে। ঢাকা থেকে স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনও তোরণ নির্মাণ করা যাবে না।’ এছাড়া বঙ্গবন্ধু স্টেডিয়ামে শিশু-কিশোরদের সমাবেশের প্রবেশ ও বাহির পথে আর্চওয়ে স্থাপন করা হবে এবং আগতদের শরীর ও ব্যাগ তল্লাশি করা হবে বলেও তিনি জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনও বাধাতেই চকবাজারের কেমিক্যাল গুদাম সরানোর কাজ থেমে থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে সিরিয়াস উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এরই মধ্যে তিনি একটি দিক-নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী কাজ চলছ’।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা একটি নীতিমালা তৈরির কাজ করছি। সরকারের এই কার্যক্রমে যারা বাধা দিচ্ছে, নিশ্চয়ই তাদের একদিন ভুল ভাঙবে এবং তারাই এই কাজে সরকারকে সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা বাস্তবায়নে ঢাকা দক্ষিণের মেয়র যে সহযোগিতা চাইবেন সরকারের পক্ষ থেকে তা করা হবে। ঢাকা শহরকে তিনি কিভাবে সাজাবেন এটা তার বিষয়। এখানে তার সিদ্ধান্তই চূড়ান্ত।’