মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কাদেরের চিকিৎসা চলছে
নিজস্ব প্রতিবেদক | ৫ মার্চ, ২০১৯ ০৯:১০
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শুরু হয়েছে। সিঙ্গাপুর পৌঁছার পরপরই বিমানবন্দরে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সোমবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে সিঙ্গাপুরে পৌঁছায়।
কাদেরের ব্যক্তিগত সচিব গৌতম চন্দ্র জানান, বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় ৮টা ৫০ মিনিটে মন্ত্রীকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাৎক্ষণিকভাবে তার চিকিৎসা শুরু হয়।
ভারতের প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডা. দেবী শেঠির পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ওই হাসপাতালে নেওয়া হয়।
ওবায়দুল কাদেরের সঙ্গে তার সহধর্মিণী ইশরাতুন নেসা কাদের, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ডা. আবু নাসের রিজভী ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসক প্রতিনিধি দল সিঙ্গাপুরে যান।
এর আগে ডা. দেবী শেঠি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
প্রসঙ্গত, সোমবার সকালে শ্বাসকষ্ট নিয়ে বিএসএমএমইউতে ভর্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চিকিৎসাধীন অবস্থায় তার হার্টঅ্যাটাক হয়। ডাক্তারি পরীক্ষায় তার হৃদযন্ত্রে তিনটি মেজর ব্লকসহ একাধিক ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটিতে শতভাগ এবং একটিতে ৯৯ ভাগ ব্লক। এ সময় তার হার্টের কার্যক্রম স্বাভাবিক করতে একটি এনজিওগ্রাম করে স্টেন্টিং করা হয়।
সিঙ্গাপুর পাঠানোর আগ পর্যন্ত তিনি হাসপাতালে আইসিসিইউর (ইনটেনসিভ করোনারি কেয়ার ইউনিট) ২নং শয্যায় চিকিৎসাধীন ছিলেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৫ মার্চ, ২০১৯ ০৯:১০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শুরু হয়েছে। সিঙ্গাপুর পৌঁছার পরপরই বিমানবন্দরে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সোমবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে সিঙ্গাপুরে পৌঁছায়।
কাদেরের ব্যক্তিগত সচিব গৌতম চন্দ্র জানান, বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় ৮টা ৫০ মিনিটে মন্ত্রীকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাৎক্ষণিকভাবে তার চিকিৎসা শুরু হয়।
ভারতের প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডা. দেবী শেঠির পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ওই হাসপাতালে নেওয়া হয়।
ওবায়দুল কাদেরের সঙ্গে তার সহধর্মিণী ইশরাতুন নেসা কাদের, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ডা. আবু নাসের রিজভী ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসক প্রতিনিধি দল সিঙ্গাপুরে যান।
এর আগে ডা. দেবী শেঠি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
প্রসঙ্গত, সোমবার সকালে শ্বাসকষ্ট নিয়ে বিএসএমএমইউতে ভর্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চিকিৎসাধীন অবস্থায় তার হার্টঅ্যাটাক হয়। ডাক্তারি পরীক্ষায় তার হৃদযন্ত্রে তিনটি মেজর ব্লকসহ একাধিক ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটিতে শতভাগ এবং একটিতে ৯৯ ভাগ ব্লক। এ সময় তার হার্টের কার্যক্রম স্বাভাবিক করতে একটি এনজিওগ্রাম করে স্টেন্টিং করা হয়।
সিঙ্গাপুর পাঠানোর আগ পর্যন্ত তিনি হাসপাতালে আইসিসিইউর (ইনটেনসিভ করোনারি কেয়ার ইউনিট) ২নং শয্যায় চিকিৎসাধীন ছিলেন।