ওবায়দুল কাদেরের আরোগ্য কামনায় শুক্রবার বিশেষ মোনাজাত
অনলাইন ডেস্ক | ৫ মার্চ, ২০১৯ ১৯:৫১
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্য কামনা করে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামী শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণের জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে দেশের সকল মসজিদে ‘বিশেষ দোয়া ও মোনাজাত’ করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
হৃদ্রোগে আক্রান্ত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর পাঠানো হয়। সোমবার বাংলাদেশ সময় রাত সোয়া ৮টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর পৌঁছায়। সেখানে ওবায়দুল কাদেরের চিকিৎসায় জরুরি ভিত্তিতে একটি মেডিকেল বোর্ড করা হয়।
ওবায়দুল কাদেরের সঙ্গে সিঙ্গাপুর গেছেন তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের ও বিএসএমএমইউ নিউরোলজিস্ট অধ্যাপক আবু নাসের রিজভী।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৫ মার্চ, ২০১৯ ১৯:৫১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্য কামনা করে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামী শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণের জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে দেশের সকল মসজিদে ‘বিশেষ দোয়া ও মোনাজাত’ করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
হৃদ্রোগে আক্রান্ত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর পাঠানো হয়। সোমবার বাংলাদেশ সময় রাত সোয়া ৮টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর পৌঁছায়। সেখানে ওবায়দুল কাদেরের চিকিৎসায় জরুরি ভিত্তিতে একটি মেডিকেল বোর্ড করা হয়।
ওবায়দুল কাদেরের সঙ্গে সিঙ্গাপুর গেছেন তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের ও বিএসএমএমইউ নিউরোলজিস্ট অধ্যাপক আবু নাসের রিজভী।