চকবাজার ট্র্যাজেডির শিকার আরও ১১ লাশ শনাক্ত
নিজস্ব প্রতিবেদক | ৬ মার্চ, ২০১৯ ১২:৫৬
রাজধানী ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত আরও ১১ জনের পরিচয় শনাক্ত করার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সিআইডির মালিবাগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরিতে দুই ধাপে পরীক্ষা কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ১৫টি মৃতদেহ থেকে ডিএনএ প্রোফাইল তৈরি করা হয় এবং ৪৮ জন দাবিদারের ডিএনএ প্রোফাইল করা হয়।
প্রথম ধাপ থেকে ডিএনএ প্রোফাইল বিশ্লেষণ করে ১১টি মৃতদেহের পরিচয় পাওয়া গেছে। বাকি চারজনের পরিচয় নির্ণয়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সিআইডির ক্রাইম সিনের ইন্সপেক্টর আবদুর রহিম দেশ রূপান্তরকে বলেন, ১১ জনের পরিচয় নির্ণয় করা গেছে। বাকিদের শনাক্তের প্রক্রিয়া চলছে।
জানা গেছে, চুড়িহাট্টাও ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে পুড়ে মারা যাওয়া ৬৭ জনের মধ্যে ১৯ জনের মরদেহ শনাক্ত করা যায়নি।
প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে আরও চারজন ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন মারা যাওয়ায় নিহতের সংখ্যা দাঁড়ায় ৭১ জনে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৬ মার্চ, ২০১৯ ১২:৫৬

রাজধানী ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত আরও ১১ জনের পরিচয় শনাক্ত করার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সিআইডির মালিবাগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরিতে দুই ধাপে পরীক্ষা কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ১৫টি মৃতদেহ থেকে ডিএনএ প্রোফাইল তৈরি করা হয় এবং ৪৮ জন দাবিদারের ডিএনএ প্রোফাইল করা হয়।
প্রথম ধাপ থেকে ডিএনএ প্রোফাইল বিশ্লেষণ করে ১১টি মৃতদেহের পরিচয় পাওয়া গেছে। বাকি চারজনের পরিচয় নির্ণয়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সিআইডির ক্রাইম সিনের ইন্সপেক্টর আবদুর রহিম দেশ রূপান্তরকে বলেন, ১১ জনের পরিচয় নির্ণয় করা গেছে। বাকিদের শনাক্তের প্রক্রিয়া চলছে।
জানা গেছে, চুড়িহাট্টাও ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে পুড়ে মারা যাওয়া ৬৭ জনের মধ্যে ১৯ জনের মরদেহ শনাক্ত করা যায়নি।
প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে আরও চারজন ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন মারা যাওয়ায় নিহতের সংখ্যা দাঁড়ায় ৭১ জনে।