১০ বছরে দেশে বিশাল উন্নয়ন হয়েছে : পরিকল্পনামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ৬ মার্চ, ২০১৯ ২৩:৩৮
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমাদের যারা ঘোরবিরোধী, তারাও বলবে গত ১০ বছরে এ দেশে বিশাল উন্নয়ন হয়েছে।’
বুধবার জাতীয় প্রেস ক্লাবে ‘টুয়ার্ডস অ্যা বেটার পারফর্মিং অ্যান্ড ইথিক্যাল সিভিল সার্ভিস ইন বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘আমি মনে করি, কার্যকর শাসন উন্নয়নের জন্য ভালো। এখানে একটা জবাবদিহিতা আছে। তবে আমাদের এখানে ৬০-৭০ বছরে যারা কার্যকর শাসক ছিল, তারা কি অনেক উন্নয়ন করেছিল? আমাদের আমলে যে উন্নয়ন হয়েছে, সেই শাসনের সময় এই উন্নয়ন সেই মাত্রায় হয়নি।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আপনারা খুঁজে বের করুন, কেন বাংলাদেশ এই অবাক কাণ্ড করতে পারল? আমার হাইপোথিসিস, প্রথম যে মাত্রাটা যোগ হয়েছে, সেটা হলো স্বাধীনতার শক্তি। যে শক্তিটা আমাদের মধ্যে ছিল, কিন্তু প্রকাশের সুযোগ ছিল না।’
দেশে সুশাসন আছে বলেও দাবি করে সরকারের এই মন্ত্রী বলেন, ‘দেশের ৮০ ভাগ মানুষ, যারা গ্রাম অঞ্চলে বসবাস করে, এই ৮০ ভাগের ৮০ ভাগ, যারা নিম্ন আয়ের, তাদের দৈনন্দিন জীবনের যে প্রয়োজনগুলো, আমাদের দায়িত্ব হচ্ছে, প্রথমে এই প্রধান চাহিদাগুলোকে দেখা। আমরা তাই করছি।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৬ মার্চ, ২০১৯ ২৩:৩৮

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমাদের যারা ঘোরবিরোধী, তারাও বলবে গত ১০ বছরে এ দেশে বিশাল উন্নয়ন হয়েছে।’
বুধবার জাতীয় প্রেস ক্লাবে ‘টুয়ার্ডস অ্যা বেটার পারফর্মিং অ্যান্ড ইথিক্যাল সিভিল সার্ভিস ইন বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘আমি মনে করি, কার্যকর শাসন উন্নয়নের জন্য ভালো। এখানে একটা জবাবদিহিতা আছে। তবে আমাদের এখানে ৬০-৭০ বছরে যারা কার্যকর শাসক ছিল, তারা কি অনেক উন্নয়ন করেছিল? আমাদের আমলে যে উন্নয়ন হয়েছে, সেই শাসনের সময় এই উন্নয়ন সেই মাত্রায় হয়নি।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আপনারা খুঁজে বের করুন, কেন বাংলাদেশ এই অবাক কাণ্ড করতে পারল? আমার হাইপোথিসিস, প্রথম যে মাত্রাটা যোগ হয়েছে, সেটা হলো স্বাধীনতার শক্তি। যে শক্তিটা আমাদের মধ্যে ছিল, কিন্তু প্রকাশের সুযোগ ছিল না।’
দেশে সুশাসন আছে বলেও দাবি করে সরকারের এই মন্ত্রী বলেন, ‘দেশের ৮০ ভাগ মানুষ, যারা গ্রাম অঞ্চলে বসবাস করে, এই ৮০ ভাগের ৮০ ভাগ, যারা নিম্ন আয়ের, তাদের দৈনন্দিন জীবনের যে প্রয়োজনগুলো, আমাদের দায়িত্ব হচ্ছে, প্রথমে এই প্রধান চাহিদাগুলোকে দেখা। আমরা তাই করছি।’