ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক | ৭ মার্চ, ২০১৯ ০১:৩৮
ছবি: বাসস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্যের মান ফিরে না আসা পর্যন্ত চলমান ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রী বুধবার সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার ৫ বছর মেয়াদি কৌশলপত্র প্রণয়ন করেছে। কৌশলপত্র অনুযায়ী জাতীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা উপদেষ্টা কমিটি এবং কেন্দ্রীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, নিরাপদ খাদ্যের ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর ২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় এবং জেলা-উপজেলা পর্যায়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন করা হচ্ছে। এ ছাড়া নিরাপদ খাদ্য নিশ্চিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ প্রণয়ন করে নিরাপদ খাদ্য বিধিমালা-২০১৪ প্রণয়ন করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, এ ছাড়া নিরাপদ খাদ্য (কারিগরি কমিটি) বিধিমালা, ২০১৭সহ সংশ্লিষ্ট বিধিমালাও প্রণয়ন করা হয়েছে।
তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দেশের আইন-শৃঙ্খলা বাহিনী মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
খবর : বাসস
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৭ মার্চ, ২০১৯ ০১:৩৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্যের মান ফিরে না আসা পর্যন্ত চলমান ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রী বুধবার সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার ৫ বছর মেয়াদি কৌশলপত্র প্রণয়ন করেছে। কৌশলপত্র অনুযায়ী জাতীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা উপদেষ্টা কমিটি এবং কেন্দ্রীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, নিরাপদ খাদ্যের ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর ২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় এবং জেলা-উপজেলা পর্যায়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন করা হচ্ছে। এ ছাড়া নিরাপদ খাদ্য নিশ্চিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ প্রণয়ন করে নিরাপদ খাদ্য বিধিমালা-২০১৪ প্রণয়ন করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, এ ছাড়া নিরাপদ খাদ্য (কারিগরি কমিটি) বিধিমালা, ২০১৭সহ সংশ্লিষ্ট বিধিমালাও প্রণয়ন করা হয়েছে।
তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দেশের আইন-শৃঙ্খলা বাহিনী মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
খবর : বাসস