পাকিস্তানিরা চায়নি বলে জিয়াও চায়নি ৭ই মার্চের ভাষণ চলুক: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ৭ মার্চ, ২০১৯ ২১:২৩
বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ছবি: বাসস
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ পাকিস্তানি শাসকরা বাজাতে দেয়নি, তাই জিয়াউর রহমানও বন্ধ করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আইয়ুব-ইয়াহিয়ারা বঙ্গবন্ধুর ঐতিহাসিক এ ভাষণ চালাতে দেয়নি। পরবর্তীতে জিয়া ক্ষমতায় এসে এ ভাষণ বন্ধ করে দিয়েছিল। আসলে তারা চায়নি বলে তিনিও চাননি এ ভাষণ চলুক। যারা এ কাজ করেছিল তারা আজ নিঃশেষ হয়ে গেছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি টিকে আছে। আসলে এটা সত্য বলে টিকে আছে।
৭ই মার্চের ভাষণ যুগের পর যুগ চলছে, চলবে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ এখনো মানুষের মধ্যে অনুপ্রেরণা জোগায়। তিনি বলেন, ষড়যন্ত্রকারী খুনিরা আমাদের দাবায়ে রাখতে পারে নাই, পারবে না।
প্রধানমন্ত্রী বলেন, ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে দিকনির্দেশনামূলক ভাষণের মাধ্যমে অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে, একটি জাতিকে যুদ্ধে এনে বিজয়ী করতে পেরেছিলেন, যা ইতিহাসে একটি বিরল ঘটনা। তার এই ভাষণ সর্বশ্রেষ্ঠ।
শেখ হাসিনা আরও বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ সরাসরি সম্প্রচার করতে দেয়নি তখনকার পাকিস্তান সরকার। আজ সেই ভাষণ অমূল্য বিশ্বসম্পদ ও ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করে, তা সংরক্ষণ করার এবং বিশ্বকে জানানোর দায়িত্ব নিয়েছে ইউনেসকো।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৭ মার্চ, ২০১৯ ২১:২৩

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ পাকিস্তানি শাসকরা বাজাতে দেয়নি, তাই জিয়াউর রহমানও বন্ধ করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আইয়ুব-ইয়াহিয়ারা বঙ্গবন্ধুর ঐতিহাসিক এ ভাষণ চালাতে দেয়নি। পরবর্তীতে জিয়া ক্ষমতায় এসে এ ভাষণ বন্ধ করে দিয়েছিল। আসলে তারা চায়নি বলে তিনিও চাননি এ ভাষণ চলুক। যারা এ কাজ করেছিল তারা আজ নিঃশেষ হয়ে গেছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি টিকে আছে। আসলে এটা সত্য বলে টিকে আছে।
৭ই মার্চের ভাষণ যুগের পর যুগ চলছে, চলবে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ এখনো মানুষের মধ্যে অনুপ্রেরণা জোগায়। তিনি বলেন, ষড়যন্ত্রকারী খুনিরা আমাদের দাবায়ে রাখতে পারে নাই, পারবে না।
প্রধানমন্ত্রী বলেন, ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে দিকনির্দেশনামূলক ভাষণের মাধ্যমে অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে, একটি জাতিকে যুদ্ধে এনে বিজয়ী করতে পেরেছিলেন, যা ইতিহাসে একটি বিরল ঘটনা। তার এই ভাষণ সর্বশ্রেষ্ঠ।
শেখ হাসিনা আরও বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ সরাসরি সম্প্রচার করতে দেয়নি তখনকার পাকিস্তান সরকার। আজ সেই ভাষণ অমূল্য বিশ্বসম্পদ ও ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করে, তা সংরক্ষণ করার এবং বিশ্বকে জানানোর দায়িত্ব নিয়েছে ইউনেসকো।