প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২৮
নিজস্ব প্রতিবেদক | ৮ মার্চ, ২০১৯ ০০:৩৬
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১২ জন চেয়ারম্যান, সাতজন ভাইস চেয়ারম্যান ও ৯ জন মহিলা ভাইস চেয়ারম্যান। সব মিলিয়ে প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের সংখ্যা ২৮।
নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান দেশ রূপান্তরকে এই তথ্য নিশ্চিত করেন।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান দেশ রূপান্তরকে জানান, উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ১২ জেলার ৮৭ উপজেলায় ১০ তারিখ ভোটের তফসিল ঘোষণা করা হয়। তবে আদালতের আদেশে রাজশাহীর পবা উপজেলার ভোট স্থগিত করা হয়। অন্যদিকে মোলান্দহ-মাদারগঞ্জ, জামালপুর এবং নাটোর সদরে সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর ফলে ভোট হবে ৮৩ উপজেলায়।
বাকি ৮৩ উপজেলায় ২১৭ চেয়ারম্যান প্রার্থী, ৪০৬ ভাইস চেয়ারম্যান প্রার্থী, ২৭৩ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রসঙ্গত আগামী ১০, ১৮, ২৪ ও ৩১ মার্চ চার ধাপে পঞ্চম উপজেলা পরিষদের ভোট হবে। এর মধ্যে প্রথম ধাপে ৮৩ উপজেলায় এবং দ্বিতীয় ধাপে ১২৪ উপজেলায় ভোট হবে। তৃতীয় ধাপে ১২৭ উপজেলা ও চতুর্থ ধাপে ১২২ উপজেলায় ভোট হবে। পঞ্চম ধাপে বাকি উপজেলার ভোট হবে জুন মাসের মাঝামাঝি সময়ে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৮ মার্চ, ২০১৯ ০০:৩৬

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১২ জন চেয়ারম্যান, সাতজন ভাইস চেয়ারম্যান ও ৯ জন মহিলা ভাইস চেয়ারম্যান। সব মিলিয়ে প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের সংখ্যা ২৮।
নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান দেশ রূপান্তরকে এই তথ্য নিশ্চিত করেন।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান দেশ রূপান্তরকে জানান, উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ১২ জেলার ৮৭ উপজেলায় ১০ তারিখ ভোটের তফসিল ঘোষণা করা হয়। তবে আদালতের আদেশে রাজশাহীর পবা উপজেলার ভোট স্থগিত করা হয়। অন্যদিকে মোলান্দহ-মাদারগঞ্জ, জামালপুর এবং নাটোর সদরে সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর ফলে ভোট হবে ৮৩ উপজেলায়।
বাকি ৮৩ উপজেলায় ২১৭ চেয়ারম্যান প্রার্থী, ৪০৬ ভাইস চেয়ারম্যান প্রার্থী, ২৭৩ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রসঙ্গত আগামী ১০, ১৮, ২৪ ও ৩১ মার্চ চার ধাপে পঞ্চম উপজেলা পরিষদের ভোট হবে। এর মধ্যে প্রথম ধাপে ৮৩ উপজেলায় এবং দ্বিতীয় ধাপে ১২৪ উপজেলায় ভোট হবে। তৃতীয় ধাপে ১২৭ উপজেলা ও চতুর্থ ধাপে ১২২ উপজেলায় ভোট হবে। পঞ্চম ধাপে বাকি উপজেলার ভোট হবে জুন মাসের মাঝামাঝি সময়ে।