কথা বলতে পারছেন ওবায়দুল কাদের
বিশেষ প্রতিনিধি | ৯ মার্চ, ২০১৯ ১২:৫৮
সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তিনি কথা বলতে পারছেন।
মন্ত্রীর চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের সিনিয়র সদস্য ডা. সিবাস্টিন কুমার সামি শনিবার বিফ্রিংয়ে একথা জানান।
তাকে উদ্ধৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী বলেন, “মন্ত্রীর শ্বাসনালীর নল শনিবার সকালে খুলে দেওয়া হয়েছে। তিনি চিকিৎসক এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন।”
তিনি বলেন, মন্ত্রীর রক্তচাপ স্বাভাবিক। হৃদযন্ত্র ও কিডনি কার্যক্ষম রয়েছে। ইনফেকশন নিয়ন্ত্রণে এসেছে। এছাড়া নিওরোলজিক্যাল কোনো সমস্যাও নেই।
শরীরের দুর্বলতা কেটে গেলে দু-একদিনের মধ্যে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট-আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে বলেও জানান ডা. আবু নাসার।
হৃদরোগে আক্রান্ত ওবায়দুল কাদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে আছেন তার সহধর্মিণী বেগম ইসরাতুন্নেসা কাদের, ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মীর্জা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
বিশেষ প্রতিনিধি | ৯ মার্চ, ২০১৯ ১২:৫৮

সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তিনি কথা বলতে পারছেন।
মন্ত্রীর চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের সিনিয়র সদস্য ডা. সিবাস্টিন কুমার সামি শনিবার বিফ্রিংয়ে একথা জানান।
তাকে উদ্ধৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী বলেন, “মন্ত্রীর শ্বাসনালীর নল শনিবার সকালে খুলে দেওয়া হয়েছে। তিনি চিকিৎসক এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন।”
তিনি বলেন, মন্ত্রীর রক্তচাপ স্বাভাবিক। হৃদযন্ত্র ও কিডনি কার্যক্ষম রয়েছে। ইনফেকশন নিয়ন্ত্রণে এসেছে। এছাড়া নিওরোলজিক্যাল কোনো সমস্যাও নেই।
শরীরের দুর্বলতা কেটে গেলে দু-একদিনের মধ্যে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট-আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে বলেও জানান ডা. আবু নাসার।
হৃদরোগে আক্রান্ত ওবায়দুল কাদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে আছেন তার সহধর্মিণী বেগম ইসরাতুন্নেসা কাদের, ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মীর্জা।