পাটের সোনালি দিন আবারও ফিরে আসবে: পাটমন্ত্রী
সাভার প্রতিনিধি | ১০ মার্চ, ২০১৯ ২২:৩৩
ছবি: দেশ রূপান্তর
আবারও দেশে পাটের সোনালি দিন ফিরে আসবে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।
রবিবার দুপুরে আশুলিয়ার নয়ারহাট এলাকায় অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) এর নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, একসময় দেশে ব্যাপক হারে প্লাস্টিক ব্যবহার করায় পাটের ওপর দুর্যোগ নেমে এসেছিল। এখন মানুষ প্লাস্টিক বর্জন করেছে। তাই নতুন আইটেম ও নতুন ডিজাইন দিয়ে পাটজাত পণ্য তৈরি করতে হবে। এছাড়াও মন্ত্রী বলেন, আমার মন্ত্রণালয় থাকবে দুর্নীতি মুক্ত। আমি নিজেও দুর্নীতি করবো না এবং অন্যকেও দুর্নীতি করতে দেব না। এখানে কোন কর্মকর্তা-কর্মচারী দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
নবীনবরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, নিটার অধ্যক্ষ ড. মিজানুর রহমান প্রমুখ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
সাভার প্রতিনিধি | ১০ মার্চ, ২০১৯ ২২:৩৩

আবারও দেশে পাটের সোনালি দিন ফিরে আসবে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।
রবিবার দুপুরে আশুলিয়ার নয়ারহাট এলাকায় অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) এর নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, একসময় দেশে ব্যাপক হারে প্লাস্টিক ব্যবহার করায় পাটের ওপর দুর্যোগ নেমে এসেছিল। এখন মানুষ প্লাস্টিক বর্জন করেছে। তাই নতুন আইটেম ও নতুন ডিজাইন দিয়ে পাটজাত পণ্য তৈরি করতে হবে। এছাড়াও মন্ত্রী বলেন, আমার মন্ত্রণালয় থাকবে দুর্নীতি মুক্ত। আমি নিজেও দুর্নীতি করবো না এবং অন্যকেও দুর্নীতি করতে দেব না। এখানে কোন কর্মকর্তা-কর্মচারী দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
নবীনবরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, নিটার অধ্যক্ষ ড. মিজানুর রহমান প্রমুখ।