বিমানের টয়লেটে ৬ কোটি টাকার সোনা!
নিজস্ব প্রতিবেদক | ১১ মার্চ, ২০১৯ ২১:৫২
হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের টয়লেটে ১২ কেজি ওজনের সোনার বার উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই। উদ্ধার হওয়া সোনার মূল্য ৬ কোটি ২৫ লাখ টাকা। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।
সোমবার সকাল ১০টা ২০ মিনিটে বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট (বিজি-১২৮) থেকে ওই সোনা বিমানবন্দরে অবতরণ করার পর এনএসআই সদস্যরা অভিযান চালিয়ে ওই সোনা উদ্ধার করেন।
ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, এনএসআই কর্মকর্তারা তথ্যের ভিত্তিতে ওই উড়োজাহাজে অভিযান চালায়। বিমানের পেছনের বাম পাশের টয়লেট থেকে প্রায় ১২ কেজি ওজনের ১০৬টি সোনার বার জব্দ জব্দ করে।
তিনি আরও বলেন, সোনাগুলো কে বা কারা এখানে রেখেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে সোনার বারগুলো বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা হবে। এই ঘটনায় থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১১ মার্চ, ২০১৯ ২১:৫২

হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের টয়লেটে ১২ কেজি ওজনের সোনার বার উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই। উদ্ধার হওয়া সোনার মূল্য ৬ কোটি ২৫ লাখ টাকা। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।
সোমবার সকাল ১০টা ২০ মিনিটে বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট (বিজি-১২৮) থেকে ওই সোনা বিমানবন্দরে অবতরণ করার পর এনএসআই সদস্যরা অভিযান চালিয়ে ওই সোনা উদ্ধার করেন।
ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, এনএসআই কর্মকর্তারা তথ্যের ভিত্তিতে ওই উড়োজাহাজে অভিযান চালায়। বিমানের পেছনের বাম পাশের টয়লেট থেকে প্রায় ১২ কেজি ওজনের ১০৬টি সোনার বার জব্দ জব্দ করে।
তিনি আরও বলেন, সোনাগুলো কে বা কারা এখানে রেখেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে সোনার বারগুলো বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা হবে। এই ঘটনায় থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।