বিদেশি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন বন্ধে তথ্যমন্ত্রীর হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক | ১১ মার্চ, ২০১৯ ২৩:২২
বিদেশি টেলিভিশন চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচার বন্ধ করা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। এ জন্য আগামী ১ এপ্রিল পর্যন্ত সংশ্লিষ্টদের সময় বেঁধে দিয়েছেন তিনি। পাশাপাশি, তথ্যমন্ত্রী জানান, আগামী ১২ মে এর মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশের সব টেলিভিশনে চ্যানেল সম্প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে।
সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি টিভি চ্যানেলের মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স (অ্যাটকো) এর নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তথ্যমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীসহ সাংবাদিক মোজাম্মেল হোসেন বাবু, অঞ্জন চৌধুরী, নঈম নিজাম, হারুন উর রশিদ, জ ই মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিদেশি টেলিভিশন চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচার বন্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে অ্যাটকো নেতাদের আশ্বস্ত করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইটের ফ্রিকোয়েন্সি ব্যবহারে প্রথম তিন মাস বিনা মূল্যে সেবা দেওয়া হবে। পরবর্তীতে সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে টেলিভিশন চ্যানেলগুলোর জন্য নির্দিষ্ট একটি ফি নির্ধারণ করা হবে।
এ সময় অ্যাকটোর সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হোসেন বাবু বলেন, অনলাইন ও দৈনিক পত্রিকাগুলো যেভাবে টক শো ও ভিডিও কনটেন্ট নিজেদের অনলাইন ভার্সনে আপলোড করছে তা সম্প্রচারনীতি বিরোধী। এ বিষয়ে সরকারের নজরদারি প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১১ মার্চ, ২০১৯ ২৩:২২

বিদেশি টেলিভিশন চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচার বন্ধ করা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। এ জন্য আগামী ১ এপ্রিল পর্যন্ত সংশ্লিষ্টদের সময় বেঁধে দিয়েছেন তিনি। পাশাপাশি, তথ্যমন্ত্রী জানান, আগামী ১২ মে এর মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশের সব টেলিভিশনে চ্যানেল সম্প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে।
সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি টিভি চ্যানেলের মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স (অ্যাটকো) এর নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তথ্যমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীসহ সাংবাদিক মোজাম্মেল হোসেন বাবু, অঞ্জন চৌধুরী, নঈম নিজাম, হারুন উর রশিদ, জ ই মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিদেশি টেলিভিশন চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচার বন্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে অ্যাটকো নেতাদের আশ্বস্ত করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইটের ফ্রিকোয়েন্সি ব্যবহারে প্রথম তিন মাস বিনা মূল্যে সেবা দেওয়া হবে। পরবর্তীতে সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে টেলিভিশন চ্যানেলগুলোর জন্য নির্দিষ্ট একটি ফি নির্ধারণ করা হবে।
এ সময় অ্যাকটোর সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হোসেন বাবু বলেন, অনলাইন ও দৈনিক পত্রিকাগুলো যেভাবে টক শো ও ভিডিও কনটেন্ট নিজেদের অনলাইন ভার্সনে আপলোড করছে তা সম্প্রচারনীতি বিরোধী। এ বিষয়ে সরকারের নজরদারি প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।