পুনর্নির্বাচনের দাবিতে ভিসির বাড়ির সামনে অবস্থান ছাত্রলীগের
ঢাবি প্রতিনিধি | ১২ মার্চ, ২০১৯ ১১:১১
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পুনর্নির্বাচনের দাবিতে ভিসির বাড়ির সামনে অবস্থান ধর্মঘট পালন করছে বিভিন্ন হলের ছাত্রলীগের কর্মীরা। অবস্থানকারীরা ছাত্রলীগের কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের অনুসারীর হিসেবে পরিচিতি।
এর আগে সোমবার দিবাগত রাতে ডাকসু নির্বাচনে ফলাফল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূরের কাছে হেরে যায় ছাত্রলীগ সভাপতি। তাৎক্ষণিক রাত সাড়ে ৩টায় সিনেট ভবনে অবরুদ্ধ করে রাখে ছাত্রলীগের কর্মীরা।
অবস্থান ধর্মঘটে অংশ নেওয়া সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক দেশ রূপান্তরকে বলেন, “গভীর রাতে ফলাফল দেওয়া হয়েছে, এখানে ষড়যন্ত্র করা হয়েছে। নুরুল হক নূরকে আমরা ভিপি হিসেবে মানি না। পুনর্নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো।”
এদিকে, নীলক্ষেতের প্রবেশমুখ বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে তারা। রিকশা বা অন্য যানবাহনে শিক্ষকদেরকেও এদিক দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুননির্বাচনের দাবিতে গভীর রাত থেকেই ভিসি চত্বরে অবস্থান নিচ্ছিলেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের মুক্তি গণতন্ত্র তোরণ গেটে রাস্তা বন্ধ করে দেন তারা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ঢাবি প্রতিনিধি | ১২ মার্চ, ২০১৯ ১১:১১

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পুনর্নির্বাচনের দাবিতে ভিসির বাড়ির সামনে অবস্থান ধর্মঘট পালন করছে বিভিন্ন হলের ছাত্রলীগের কর্মীরা। অবস্থানকারীরা ছাত্রলীগের কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের অনুসারীর হিসেবে পরিচিতি।
এর আগে সোমবার দিবাগত রাতে ডাকসু নির্বাচনে ফলাফল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূরের কাছে হেরে যায় ছাত্রলীগ সভাপতি। তাৎক্ষণিক রাত সাড়ে ৩টায় সিনেট ভবনে অবরুদ্ধ করে রাখে ছাত্রলীগের কর্মীরা।
অবস্থান ধর্মঘটে অংশ নেওয়া সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক দেশ রূপান্তরকে বলেন, “গভীর রাতে ফলাফল দেওয়া হয়েছে, এখানে ষড়যন্ত্র করা হয়েছে। নুরুল হক নূরকে আমরা ভিপি হিসেবে মানি না। পুনর্নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো।”
এদিকে, নীলক্ষেতের প্রবেশমুখ বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে তারা। রিকশা বা অন্য যানবাহনে শিক্ষকদেরকেও এদিক দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুননির্বাচনের দাবিতে গভীর রাত থেকেই ভিসি চত্বরে অবস্থান নিচ্ছিলেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের মুক্তি গণতন্ত্র তোরণ গেটে রাস্তা বন্ধ করে দেন তারা।