মাদকাসক্ত সন্দেহ হলে পুলিশেরও ডোপ টেস্ট: আইজিপি
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী | ১২ মার্চ, ২০১৯ ১৮:২৩
ফাইল ছবি
পুলিশ সদস্যদের মধ্যে কাউকে মাদকাসক্ত সন্দেহ হলে তার ডোপ টেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
মঙ্গলবার রাজশাহী পুলিশ লাইনে নারী ব্যারাক ভবনের ভিত্তিপ্রস্তর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, “আমরাই প্রথম ডোপ টেস্ট করে চাকরিতে যোগদান করাচ্ছি। এখন অন্যান্য সংস্থাও শুরু করেছে।”
তিনি বলেন, “পুলিশের সকল ইউনিটকে ইতোমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে- যে কোনো সময় কোনো পুলিশ সদস্যের আচরণে বা তথ্যের ভিত্তিতে মাদকাসক্ত সন্দেহভাজন মনে হবে, তার ডোপ টেস্ট করানো হবে।”
সকালে আইজিপি রাজশাহী মহানগর পুলিশের সদর দপ্তর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, মহানগর ও জেলা পুলিশের পৃথক দুইটি নতুন ব্যারাক ভবন উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ আলম, পুলিশ কমিশনার এসএম হাফিজ আক্তার, জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহসহ কর্মকর্তারা।
এছাড়া পুলিশ লাইনে পুলিশের নারী কল্যাণ সমিতির কার্যালয় ভবন এবং শো-রুম উদ্বোধন করেন সমিতির কেন্দ্রীয় সভাপতি ও আইজিপি পত্নী হাবিবা জাবেদ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী | ১২ মার্চ, ২০১৯ ১৮:২৩

পুলিশ সদস্যদের মধ্যে কাউকে মাদকাসক্ত সন্দেহ হলে তার ডোপ টেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
মঙ্গলবার রাজশাহী পুলিশ লাইনে নারী ব্যারাক ভবনের ভিত্তিপ্রস্তর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, “আমরাই প্রথম ডোপ টেস্ট করে চাকরিতে যোগদান করাচ্ছি। এখন অন্যান্য সংস্থাও শুরু করেছে।”
তিনি বলেন, “পুলিশের সকল ইউনিটকে ইতোমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে- যে কোনো সময় কোনো পুলিশ সদস্যের আচরণে বা তথ্যের ভিত্তিতে মাদকাসক্ত সন্দেহভাজন মনে হবে, তার ডোপ টেস্ট করানো হবে।”
সকালে আইজিপি রাজশাহী মহানগর পুলিশের সদর দপ্তর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, মহানগর ও জেলা পুলিশের পৃথক দুইটি নতুন ব্যারাক ভবন উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ আলম, পুলিশ কমিশনার এসএম হাফিজ আক্তার, জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহসহ কর্মকর্তারা।
এছাড়া পুলিশ লাইনে পুলিশের নারী কল্যাণ সমিতির কার্যালয় ভবন এবং শো-রুম উদ্বোধন করেন সমিতির কেন্দ্রীয় সভাপতি ও আইজিপি পত্নী হাবিবা জাবেদ।