দ্রুততম সময়ের মধ্যে ফের ডাকসু নির্বাচন দিতে হবে: নুর
ঢাবি প্রতিনিধি | ১৩ মার্চ, ২০১৯ ১৩:৫৩
দ্রুততম সময়ের মধ্যে পুনর্নির্বাচন চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর।
বুধবার দুপুর দেড়টার দিকে উপাচার্যের কার্যালয়ের সামনে পাঁচটি প্যানেলের শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ দাবি জানান।
এর আগে পুনর্নির্বাচন চেয়ে স্মারকলিপি দিতে কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।
সেখানে দ্রুততম সময়ের মধ্যে ফের নির্বাচন দাবি করে নুরুল হক নুর বলেন, “নির্বাচনে কারচুপি করা হয়েছে। বেশি জনপ্রিয় হওয়ায় তাদের দুজনকে হারাতে পারেনি। কিন্তু ঠিকই অন্য যোগ্য প্রার্থীদের জিততে দেওয়া হয়নি।”
অবস্থান কর্মসূচিতে বাম জোটের ভিপি প্রার্থী লিটন নন্দী বলেন, “আমরা এই নির্বাচনের ফলাফল মানি না। দ্রুত নির্বাচন দিতে হবে। তিন দিনের মধ্যে ঘোষণা দিতে হবে।”
ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী রাশেদ খান বলেন, “আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা এ ফলাফল মানি না।”
দীর্ঘ ২৮ বছর পর সোমবার অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভোট বর্জন করেও সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন নুরুল হক নুর। সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের গোলাম রাব্বানী। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হয়েছেন সাদ্দাম হোসেন।
ডাকসুর মোট ২৫টি পদের মধ্যে ২৩ টিতেই ছাত্রলীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। ১৮টি হল সংসদের মধ্যে ১২ টিতে ভিপি পদে জয়ী হয়েছে ছাত্রলীগ। বাকি ছয়টি হলে ভিপি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
তবে বস্তাভর্তি সিলমারা ব্যালট উদ্ধারের ঘটনায় এবং বিভিন্ন অনিয়ম ও কারচুপির অভিযোগে ভোটের দিন দুপুরেই ছাত্রলীগ ছাড়া বাকি সাত প্যানেলের শিক্ষার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। পরদিন নতুন নির্বাচনের দাবিতে কর্মসূচি ঘোষণা করে বাম জোটসহ পাঁচটি প্যানেল।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ঢাবি প্রতিনিধি | ১৩ মার্চ, ২০১৯ ১৩:৫৩

দ্রুততম সময়ের মধ্যে পুনর্নির্বাচন চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর।
বুধবার দুপুর দেড়টার দিকে উপাচার্যের কার্যালয়ের সামনে পাঁচটি প্যানেলের শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ দাবি জানান।
এর আগে পুনর্নির্বাচন চেয়ে স্মারকলিপি দিতে কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।
সেখানে দ্রুততম সময়ের মধ্যে ফের নির্বাচন দাবি করে নুরুল হক নুর বলেন, “নির্বাচনে কারচুপি করা হয়েছে। বেশি জনপ্রিয় হওয়ায় তাদের দুজনকে হারাতে পারেনি। কিন্তু ঠিকই অন্য যোগ্য প্রার্থীদের জিততে দেওয়া হয়নি।”
অবস্থান কর্মসূচিতে বাম জোটের ভিপি প্রার্থী লিটন নন্দী বলেন, “আমরা এই নির্বাচনের ফলাফল মানি না। দ্রুত নির্বাচন দিতে হবে। তিন দিনের মধ্যে ঘোষণা দিতে হবে।”
ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী রাশেদ খান বলেন, “আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা এ ফলাফল মানি না।”
দীর্ঘ ২৮ বছর পর সোমবার অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভোট বর্জন করেও সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন নুরুল হক নুর। সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের গোলাম রাব্বানী। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হয়েছেন সাদ্দাম হোসেন।
ডাকসুর মোট ২৫টি পদের মধ্যে ২৩ টিতেই ছাত্রলীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। ১৮টি হল সংসদের মধ্যে ১২ টিতে ভিপি পদে জয়ী হয়েছে ছাত্রলীগ। বাকি ছয়টি হলে ভিপি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
তবে বস্তাভর্তি সিলমারা ব্যালট উদ্ধারের ঘটনায় এবং বিভিন্ন অনিয়ম ও কারচুপির অভিযোগে ভোটের দিন দুপুরেই ছাত্রলীগ ছাড়া বাকি সাত প্যানেলের শিক্ষার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। পরদিন নতুন নির্বাচনের দাবিতে কর্মসূচি ঘোষণা করে বাম জোটসহ পাঁচটি প্যানেল।