নির্বাচনে কেউ যাতে ‘অবৈধ সুবিধা’ নিতে না পারে: কমিশনার কবিতা খানম
চট্টগ্রাম ব্যুরো | ১৩ মার্চ, ২০১৯ ২১:০৯
ছবি: দেশ রূপান্তর
নির্বাচনে কেউ যাতে ‘অবৈধ সুবিধা’ নিতে না পারে, সেই বিষয়ে নজর রাখার নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম কবিতা খানম।
বুধবার ৫ম উপজেলা নির্বাচন উপলক্ষে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘নির্বাচন শুধু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য নয়। ভোটারের নিরাপত্তা, সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দায়িত্ব তফসিল ঘোষণা পর থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা। নির্বাচনের কেউ যাতে অবৈধ সুবিধা গ্রহণ করতে না পারে, বিষয়টি নজরে রাখতে হবে।’
নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার (ইসি) বেগম কবিতা খানম বলেন, প্রথম ধাপের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বাকি চার ধাপের নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সেদিকে লাখ রাখতে হবে। কোনো প্রলোভন স্পর্শ না করে সবাই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ কারো কাছে প্রত্যাশা করি না। রাষ্ট্র আপনাদের ওপর যে দায়িত্ব দিয়েছেন, সেটি সৎভাবে পালন করবেন। প্রার্থীরা শুধু প্রার্থী হিসেবেই থাকবেন। অন্য কোনো পরিচয়ে তারা যেন আপনাদের কাছে না পরিচিত না হয়।’
চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
চট্টগ্রাম ব্যুরো | ১৩ মার্চ, ২০১৯ ২১:০৯

নির্বাচনে কেউ যাতে ‘অবৈধ সুবিধা’ নিতে না পারে, সেই বিষয়ে নজর রাখার নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম কবিতা খানম।
বুধবার ৫ম উপজেলা নির্বাচন উপলক্ষে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘নির্বাচন শুধু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য নয়। ভোটারের নিরাপত্তা, সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দায়িত্ব তফসিল ঘোষণা পর থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা। নির্বাচনের কেউ যাতে অবৈধ সুবিধা গ্রহণ করতে না পারে, বিষয়টি নজরে রাখতে হবে।’
নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার (ইসি) বেগম কবিতা খানম বলেন, প্রথম ধাপের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বাকি চার ধাপের নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সেদিকে লাখ রাখতে হবে। কোনো প্রলোভন স্পর্শ না করে সবাই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ কারো কাছে প্রত্যাশা করি না। রাষ্ট্র আপনাদের ওপর যে দায়িত্ব দিয়েছেন, সেটি সৎভাবে পালন করবেন। প্রার্থীরা শুধু প্রার্থী হিসেবেই থাকবেন। অন্য কোনো পরিচয়ে তারা যেন আপনাদের কাছে না পরিচিত না হয়।’
চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।