শিক্ষার্থীদের এ প্লাসের আশায় দৌড়াতে মানা করলেন শিক্ষামন্ত্রী
শরীয়তপুর প্রতিনিধি | ১৫ মার্চ, ২০১৯ ১৯:৩৫
গোল্ডেন এ প্লাসের আশায় না দৌড়াতে বলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষার্থীদের ভালো লেখাপড়া করে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পরামর্শ দিয়েছেন।
শুক্রবার শরীয়তপুর সরকারি কলেজের উড়িয়ে ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
উল্লেখ্য, শরীয়তপুর সরকারি কলেজ ১৯৭৮ সালে যাত্রা শুরু করে। বেলা সাড়ে ১১টার দিকে ৫০টি বেলুন ও কবুতর উড়িয়ে ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে সকাল নয়টার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এছাড়া দিনব্যাপী স্মৃতিচারণা ও মতবিনিময়ের পাশাপাশি দিবসটি পালন উপলক্ষে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ সরকারের আমলে ১০ বছরে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নত হয়েছে। আমাদের বহু দূরে যেতে হবে। তাই সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা চাই।
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের নোট ব্যবহার ও কোচিং এ উৎসাহিত করবেন না। আমি যেন শুনতে না পাই আপনারা কোচিং করাচ্ছেন। প্রাইভেট কোচিং শিক্ষকদের কাজ হতে পারে না। শিক্ষাকতার পেশা ন্যায়-নৈতিকতার সাথে করতে হবে। ক্লাসে পাঠ্যসূচি খুব যত্ন করে পড়াবেন। শিক্ষার্থীদের মনোযোগী করে তুলবেন। নতুন প্রজন্মকে বর্তমান যুগের সঙ্গে সংগতি রেখে বিশ্বমানের জ্ঞান ও প্রযুক্তিসম্পন্ন শিক্ষায় শিক্ষিত করতে হবে। তারাই উন্নত ও আধুনিক বাংলাদেশের নির্মাতা হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, গোল্ডেন এ প্লাস এবং এ প্লাসের আসায় দৌঁড়াবে না। ভালো লেখা-পড়া করতে হবে। সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
নারীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, নারীরা এগিয়ে যাচ্ছে। নারীরা এগিয়ে গেলে বিশ্ব এগিয়ে যাবে। শিক্ষা, জ্ঞান ও বিজ্ঞানে নারীরা এগিয়ে যাবে। সাথে পুরুষরাও এগিয়ে যাবে।
শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উদ্বোধক ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি । বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, কেন্দ্রীয় আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা অপু উকিল, জেলা প্রশাসক কাজী আবু তাহের, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার প্রমুখ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
শরীয়তপুর প্রতিনিধি | ১৫ মার্চ, ২০১৯ ১৯:৩৫

গোল্ডেন এ প্লাসের আশায় না দৌড়াতে বলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষার্থীদের ভালো লেখাপড়া করে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পরামর্শ দিয়েছেন।
শুক্রবার শরীয়তপুর সরকারি কলেজের উড়িয়ে ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
উল্লেখ্য, শরীয়তপুর সরকারি কলেজ ১৯৭৮ সালে যাত্রা শুরু করে। বেলা সাড়ে ১১টার দিকে ৫০টি বেলুন ও কবুতর উড়িয়ে ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে সকাল নয়টার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এছাড়া দিনব্যাপী স্মৃতিচারণা ও মতবিনিময়ের পাশাপাশি দিবসটি পালন উপলক্ষে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ সরকারের আমলে ১০ বছরে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নত হয়েছে। আমাদের বহু দূরে যেতে হবে। তাই সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা চাই।
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের নোট ব্যবহার ও কোচিং এ উৎসাহিত করবেন না। আমি যেন শুনতে না পাই আপনারা কোচিং করাচ্ছেন। প্রাইভেট কোচিং শিক্ষকদের কাজ হতে পারে না। শিক্ষাকতার পেশা ন্যায়-নৈতিকতার সাথে করতে হবে। ক্লাসে পাঠ্যসূচি খুব যত্ন করে পড়াবেন। শিক্ষার্থীদের মনোযোগী করে তুলবেন। নতুন প্রজন্মকে বর্তমান যুগের সঙ্গে সংগতি রেখে বিশ্বমানের জ্ঞান ও প্রযুক্তিসম্পন্ন শিক্ষায় শিক্ষিত করতে হবে। তারাই উন্নত ও আধুনিক বাংলাদেশের নির্মাতা হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, গোল্ডেন এ প্লাস এবং এ প্লাসের আসায় দৌঁড়াবে না। ভালো লেখা-পড়া করতে হবে। সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
নারীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, নারীরা এগিয়ে যাচ্ছে। নারীরা এগিয়ে গেলে বিশ্ব এগিয়ে যাবে। শিক্ষা, জ্ঞান ও বিজ্ঞানে নারীরা এগিয়ে যাবে। সাথে পুরুষরাও এগিয়ে যাবে।
শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উদ্বোধক ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি । বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, কেন্দ্রীয় আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা অপু উকিল, জেলা প্রশাসক কাজী আবু তাহের, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার প্রমুখ।