খোঁজ মিলেছে ড. সামাদের স্ত্রীর, এখনো নিখোঁজ ৫
অনলাইন ডেস্ক | ১৬ মার্চ, ২০১৯ ১৫:০৯
সন্ত্রাসী হামলার শিকার আল নুর মসজিদের মোয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন নিখোঁজ ড. আবদুস সামাদ। আশঙ্কা করা হচ্ছে- তিনি নিহত হয়েছেন।
নিউ জিল্যান্ডের দুটি মসজিদে হামলার ঘটনায় নিখোঁজ ড. আবদুস সামাদের স্ত্রীর সন্ধান পাওয়া গেছে। এখন পর্যন্ত পাঁচজন নিখোঁজ রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, তারা মারা গেছেন।
অনারারি কনসাল শফিকুর রহমান ভুইয়া শনিবার একথা জানিয়েছেন। যদিও এর আগে জানানো হয়েছিল, এ ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন।
শুক্রবারের ঘটনার পর থেকে নিখোঁজ পাঁচজন হলেন- আবদুস সামাদ, হোসনে আরা, মোজাম্মেল, ওমর ফারুক ও জাকারিয়া।
তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু এখন পর্যন্ত জানানো হয়নি। তবে আমরা আশঙ্কা করছি, তারা আর বেঁচে নেই।”
আরও তিন বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।
কনসাল শফিকুর বলেন, “আমরা ড. সামাদের স্ত্রী সম্পর্কে ভুল তথ্য পেয়েছিলাম। শুক্রবারের হামলায় তিনি মারা যাননি। তিনি ভালো আছেন।”
ড. সামাদ এবং হোসনে আরার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছে কনস্যুলেট। তবে মোজাম্মেল, ফারুক এবং জাকারিয়ার কোনো আত্মীয়-স্বজন নিউ জিল্যান্ডে নেই।
শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চে দুটি মসজিদে এক শ্বেতাঙ্গ খ্রিস্টানের নির্বিচার গুলিতে বাংলাদেশিসহ কমপক্ষে ৪৯ জন নিহত হন। গুরুতর আহত হয়েছেন আরও ২০ জন।
ক্রাইস্টচার্চের ডিনস অ্যাভিনিউর আল নুর মসজিদ ও পার্শ্ববর্তী লিনউডের মসজিদে হামলা চালায় ব্রেনটন ট্যারেন্ট নামের ওই সন্ত্রাসী। স্ট্রিকল্যান্ড স্ট্রিটে একটি গাড়িবোমা হামলার চেষ্টার ঘটনাও ঘটেছে।
ক্রাইস্টচার্চে হেগলি ওভাল মাঠের খুব কাছের আল নুর মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর বন্দুক হামলার ঘটনায় অল্পের জন্য রক্ষা পান বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়েরা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৬ মার্চ, ২০১৯ ১৫:০৯

নিউ জিল্যান্ডের দুটি মসজিদে হামলার ঘটনায় নিখোঁজ ড. আবদুস সামাদের স্ত্রীর সন্ধান পাওয়া গেছে। এখন পর্যন্ত পাঁচজন নিখোঁজ রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, তারা মারা গেছেন।
অনারারি কনসাল শফিকুর রহমান ভুইয়া শনিবার একথা জানিয়েছেন। যদিও এর আগে জানানো হয়েছিল, এ ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন।
শুক্রবারের ঘটনার পর থেকে নিখোঁজ পাঁচজন হলেন- আবদুস সামাদ, হোসনে আরা, মোজাম্মেল, ওমর ফারুক ও জাকারিয়া।
তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু এখন পর্যন্ত জানানো হয়নি। তবে আমরা আশঙ্কা করছি, তারা আর বেঁচে নেই।”
আরও তিন বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।
কনসাল শফিকুর বলেন, “আমরা ড. সামাদের স্ত্রী সম্পর্কে ভুল তথ্য পেয়েছিলাম। শুক্রবারের হামলায় তিনি মারা যাননি। তিনি ভালো আছেন।”
ড. সামাদ এবং হোসনে আরার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছে কনস্যুলেট। তবে মোজাম্মেল, ফারুক এবং জাকারিয়ার কোনো আত্মীয়-স্বজন নিউ জিল্যান্ডে নেই।
শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চে দুটি মসজিদে এক শ্বেতাঙ্গ খ্রিস্টানের নির্বিচার গুলিতে বাংলাদেশিসহ কমপক্ষে ৪৯ জন নিহত হন। গুরুতর আহত হয়েছেন আরও ২০ জন।
ক্রাইস্টচার্চের ডিনস অ্যাভিনিউর আল নুর মসজিদ ও পার্শ্ববর্তী লিনউডের মসজিদে হামলা চালায় ব্রেনটন ট্যারেন্ট নামের ওই সন্ত্রাসী। স্ট্রিকল্যান্ড স্ট্রিটে একটি গাড়িবোমা হামলার চেষ্টার ঘটনাও ঘটেছে।
ক্রাইস্টচার্চে হেগলি ওভাল মাঠের খুব কাছের আল নুর মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর বন্দুক হামলার ঘটনায় অল্পের জন্য রক্ষা পান বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়েরা।