দেশের জন্য আওয়ামী লীগ সরকার দরকার: পরিকল্পনা মন্ত্রী
সুনামগঞ্জ প্রতিনিধি | ১৬ মার্চ, ২০১৯ ২৩:৪২
ফাইলফটো।
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে এবং দেশের উন্নয়ন আওয়ামী লীগই করে। তাই দেশের জন্য আওয়ামী লীগ সরকার দরকার।
শনিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়নের হাজি রঙ্গুর আলী আট পাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের কারণে বাংলাদেশ বিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে। দেশের উন্নয়ন না করায় জামায়াত-বিএনপি ভেসে গেছে। কেনো ভেসে গেছে, কারণ তারা দেশের উপকার করে নাই। দেশের মানুষ নির্বাচনে বিএনপি-জামায়াত কে প্রত্যাখ্যান করেছে, দেশের উন্নয়ন করেনি বলে। দেশের জন্য আওয়ামী লীগ সরকার দরকার, কারণ আওয়ামী লীগই দেশের উন্নয়ন করে। দেশকে এগিয়ে নিয়ে যায়।
হাজি রঙ্গুম আলী আট পাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু প্রমুখ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
সুনামগঞ্জ প্রতিনিধি | ১৬ মার্চ, ২০১৯ ২৩:৪২

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে এবং দেশের উন্নয়ন আওয়ামী লীগই করে। তাই দেশের জন্য আওয়ামী লীগ সরকার দরকার।
শনিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়নের হাজি রঙ্গুর আলী আট পাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের কারণে বাংলাদেশ বিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে। দেশের উন্নয়ন না করায় জামায়াত-বিএনপি ভেসে গেছে। কেনো ভেসে গেছে, কারণ তারা দেশের উপকার করে নাই। দেশের মানুষ নির্বাচনে বিএনপি-জামায়াত কে প্রত্যাখ্যান করেছে, দেশের উন্নয়ন করেনি বলে। দেশের জন্য আওয়ামী লীগ সরকার দরকার, কারণ আওয়ামী লীগই দেশের উন্নয়ন করে। দেশকে এগিয়ে নিয়ে যায়।
হাজি রঙ্গুম আলী আট পাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু প্রমুখ।