মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে
নিজস্ব প্রতিবেদক | ১৮ মার্চ, ২০১৯ ০১:৪৬
ফাইল ফটো।
গত দুই-তিন দিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ করেই বেশ গরম অনুভূত হচ্ছিল।
রবিবার রাতের অল্প বৃষ্টিতে কিছুটা স্বস্তি মেলেছে রাজধানীসহ বেশ কিছু স্থানে। আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, সোম-মঙ্গল দুই দিন দেশের বিভিন্ন স্থানে হালকা বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি।
রবিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীতে দমকা হওয়াসহ হালকা বৃষ্টি হয়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক দেশ রূপান্তরকে বলেন, রাতে ঢাকা ছাড়াও খুলনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, কিশোরগঞ্জসহ বেশি কিছু জেলায় বৃষ্টির খবর পাওয়া গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। এরপর দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৮ মার্চ, ২০১৯ ০১:৪৬

গত দুই-তিন দিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ করেই বেশ গরম অনুভূত হচ্ছিল।
রবিবার রাতের অল্প বৃষ্টিতে কিছুটা স্বস্তি মেলেছে রাজধানীসহ বেশ কিছু স্থানে। আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, সোম-মঙ্গল দুই দিন দেশের বিভিন্ন স্থানে হালকা বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি।
রবিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীতে দমকা হওয়াসহ হালকা বৃষ্টি হয়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক দেশ রূপান্তরকে বলেন, রাতে ঢাকা ছাড়াও খুলনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, কিশোরগঞ্জসহ বেশি কিছু জেলায় বৃষ্টির খবর পাওয়া গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। এরপর দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস।