এমপিও দাবিতে আন্দোলনের ৩য় দিন
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না করে ফিরবেন না শিক্ষক-কর্মচারীরা
নিজস্ব প্রতিবেদক | ২২ মার্চ, ২০১৯ ২১:১০
বেতনের সরকারি অংশের (এমপিও) দাবিতে আন্দোলনরত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে চান। ইতিপূর্বে সরকারের পক্ষ থেকে দাবি বাস্তবায়নের জন্য তাদের যে আশ্বাস দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নের দাবি করেন শিক্ষক-কর্মচারীরা।
শুক্রবার আন্দোলনের তৃতীয় দিন রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেওয়া আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা এসব জানান। গত বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রধানমন্ত্রীর সাক্ষাতের জন্য তার কার্যালয়ের অভিমুখে পদযাত্রা কর্মসূচি শুরু করলে পুলিশ রাজধানীর কদম ফোয়ারার সামনে ব্যারিকেড দিয়ে বাঁধা দেয় তাদের। এরপর থেকে শিক্ষক-কর্মচারীরা সেখানেই অবস্থান করছেন। তারা বলেছেন, তাদের দাবি পূরণ না হলে ঘরে ফিরে যাবেন না।
এদিকে ফেডারেশন সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায় বলেন, গত বৃহস্পতিবার রাত ৩টা ৩০ মিনিটে বরগুনা জেলা ফেডারেশনের সংস্কৃতি সম্পাদক শৈলেন চন্দ্র মজুমদার (৫০) অবস্থানস্থলে অসুস্থ হয়ে পড়েন। তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জাতীয় হৃদ্রোগ হাসপাতালে স্থানান্তর করেন। তিনি বর্তমানে হাসপাতালের সিসিইউতে আছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
আন্দোলনরত কয়েকজন শিক্ষক দেশ রূপান্তরকে বলেন, সারা দেশের পাঁচ হাজারের বেশি নন-এমপিও প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী গত ২০ মার্চ থেকে সেখানে অবস্থান করছেন। কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাননি তারা।
এ ব্যাপারে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার দেশ রূপান্তরকে বলেন, প্রধানমন্ত্রীর প্রতি আমাদের বিশ্বাস আছে, তিনি এই ন্যায্য ও যৌক্তিক দাবি মেনে নেবেন।
এই শিক্ষক নেতা বলেন, সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে প্রায় ১৫-২০ হাজার শিক্ষক-কর্মচারী ঢাকায় এসে এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করছেন। আমরা দীর্ঘদিন ধরে এমপিওভুক্তির দাবিতে মানবিক আবেদন জানিয়ে আসছি। এর আগে ২০১৭ সালের ২৫শে ডিসেম্বর আমরা এখানে আসি। ৬ দিন অনশনের পর ৫ই জানুয়ারি যখন আমাদের কিছু শিক্ষক কর্মচারীরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান, রাশেদা কে চৌধুরী, তারেক জিয়া উদ্দিন ঘটনাস্থলে আমাদেরকে বলেন, প্রধানমন্ত্রী আপনাদের দাবি মেনে নিয়েছেন। আপনারা অনশন ভেঙে বাড়ি চলে যান। আপনারা প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখুন। কিন্তু এখন পর্যন্ত সে দাবি পূরণ হয়নি। এভাবে আর মানবেতর জীবন যাপন করতে চাই না’।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২২ মার্চ, ২০১৯ ২১:১০

বেতনের সরকারি অংশের (এমপিও) দাবিতে আন্দোলনরত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে চান। ইতিপূর্বে সরকারের পক্ষ থেকে দাবি বাস্তবায়নের জন্য তাদের যে আশ্বাস দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নের দাবি করেন শিক্ষক-কর্মচারীরা।
শুক্রবার আন্দোলনের তৃতীয় দিন রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেওয়া আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা এসব জানান। গত বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রধানমন্ত্রীর সাক্ষাতের জন্য তার কার্যালয়ের অভিমুখে পদযাত্রা কর্মসূচি শুরু করলে পুলিশ রাজধানীর কদম ফোয়ারার সামনে ব্যারিকেড দিয়ে বাঁধা দেয় তাদের। এরপর থেকে শিক্ষক-কর্মচারীরা সেখানেই অবস্থান করছেন। তারা বলেছেন, তাদের দাবি পূরণ না হলে ঘরে ফিরে যাবেন না।
এদিকে ফেডারেশন সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায় বলেন, গত বৃহস্পতিবার রাত ৩টা ৩০ মিনিটে বরগুনা জেলা ফেডারেশনের সংস্কৃতি সম্পাদক শৈলেন চন্দ্র মজুমদার (৫০) অবস্থানস্থলে অসুস্থ হয়ে পড়েন। তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জাতীয় হৃদ্রোগ হাসপাতালে স্থানান্তর করেন। তিনি বর্তমানে হাসপাতালের সিসিইউতে আছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
আন্দোলনরত কয়েকজন শিক্ষক দেশ রূপান্তরকে বলেন, সারা দেশের পাঁচ হাজারের বেশি নন-এমপিও প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী গত ২০ মার্চ থেকে সেখানে অবস্থান করছেন। কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাননি তারা।
এ ব্যাপারে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার দেশ রূপান্তরকে বলেন, প্রধানমন্ত্রীর প্রতি আমাদের বিশ্বাস আছে, তিনি এই ন্যায্য ও যৌক্তিক দাবি মেনে নেবেন।
এই শিক্ষক নেতা বলেন, সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে প্রায় ১৫-২০ হাজার শিক্ষক-কর্মচারী ঢাকায় এসে এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করছেন। আমরা দীর্ঘদিন ধরে এমপিওভুক্তির দাবিতে মানবিক আবেদন জানিয়ে আসছি। এর আগে ২০১৭ সালের ২৫শে ডিসেম্বর আমরা এখানে আসি। ৬ দিন অনশনের পর ৫ই জানুয়ারি যখন আমাদের কিছু শিক্ষক কর্মচারীরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান, রাশেদা কে চৌধুরী, তারেক জিয়া উদ্দিন ঘটনাস্থলে আমাদেরকে বলেন, প্রধানমন্ত্রী আপনাদের দাবি মেনে নিয়েছেন। আপনারা অনশন ভেঙে বাড়ি চলে যান। আপনারা প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখুন। কিন্তু এখন পর্যন্ত সে দাবি পূরণ হয়নি। এভাবে আর মানবেতর জীবন যাপন করতে চাই না’।