ওবায়দুল কাদের ক্রমশ সুস্থ হয়ে উঠছেন
অনলাইন ডেস্ক | ২৩ মার্চ, ২০১৯ ১৬:২২
সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি ক্রমশ সুস্থ হয়ে উঠছেন। তার এন্ডো ট্রাকিয়াল নল খুলে নেওয়ার পর শনিবার সকালে ড.রিজভীর সঙ্গে তিনি কথা বলেছেন।
সিঙ্গাপুরে ওবায়দুল কাদের এমপির চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী শনিবার দুপুরে মেডিকেল বোর্ডকে উদ্ধৃত করে হাসপাতাল লবিতে উপস্থিত পরিবারের সদস্য ও অন্যান্যদের এ তথ্য জানান।
ডা. রিজভী জানান, জনাব কাদেরকে দেওয়া ঘুমের ওষুধের মাত্রা পর্যায়ক্রমে কমিয়ে আনা হচ্ছে।
এ সময় হাসপাতাল লবিতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের সহধর্মিণী অ্যাডভোকেট ইসরাতুন্নেসা কাদের, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ কাদেরের পরিবারের সদস্যগণ ও সিঙ্গাপুরের বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত বুধবার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে জনাব কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়। তিনি বর্তমানে আইসিইউতে রয়েছেন। গতকাল তার শরীরে সংযুক্ত আইওবিপি মেশিন খুলে দেওয়া হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৩ মার্চ, ২০১৯ ১৬:২২

সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি ক্রমশ সুস্থ হয়ে উঠছেন। তার এন্ডো ট্রাকিয়াল নল খুলে নেওয়ার পর শনিবার সকালে ড.রিজভীর সঙ্গে তিনি কথা বলেছেন।
সিঙ্গাপুরে ওবায়দুল কাদের এমপির চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী শনিবার দুপুরে মেডিকেল বোর্ডকে উদ্ধৃত করে হাসপাতাল লবিতে উপস্থিত পরিবারের সদস্য ও অন্যান্যদের এ তথ্য জানান।
ডা. রিজভী জানান, জনাব কাদেরকে দেওয়া ঘুমের ওষুধের মাত্রা পর্যায়ক্রমে কমিয়ে আনা হচ্ছে।
এ সময় হাসপাতাল লবিতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের সহধর্মিণী অ্যাডভোকেট ইসরাতুন্নেসা কাদের, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ কাদেরের পরিবারের সদস্যগণ ও সিঙ্গাপুরের বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত বুধবার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে জনাব কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়। তিনি বর্তমানে আইসিইউতে রয়েছেন। গতকাল তার শরীরে সংযুক্ত আইওবিপি মেশিন খুলে দেওয়া হয়েছে।