২৫শে মার্চ স্মরণ
১ মিনিট অন্ধকারে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক | ২৫ মার্চ, ২০১৯ ২২:১৩
রাজধানীতে সোমবার এক মিনিট ব্ল্যাকআউট চলে। ছবি: ফোকাস বাংলা
২৫শে মার্চ গণহত্যা দিবস স্মরণে এক মিনিট অন্ধকারে চলে যায় বাংলাদেশ। সোমবার রাত ৯টায় আলো বন্ধ করে কালরাতের শহীদদের স্মরণ করা হয়।
১৯৭১ সালের এ রাতে ঢাকার রাজপথে নেমে এসেছিল সেনা ট্যাংক, ঝাঁঝরা করে ফেলা হয়েছিল প্রতিবাদী স্বাধীনচেতা বাঙালিকে।
গত বছর থেকে ব্ল্যাকআউটের মধ্য দিয়ে দেশবাসী স্মরণ করছে ১৯৭১-এর এই দিনে গণহত্যার শিকার হওয়া শহীদদের।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এ প্রসঙ্গে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ২৫ মার্চ রাত বাঙালি জাতির জীবনে এক বিভীষিকাময় কালরাত। সেই রাতটিকে স্মরণ করতে সোমবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত ঢাকাসহ সারাদেশে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৫ মার্চ, ২০১৯ ২২:১৩

রাজধানীতে সোমবার এক মিনিট ব্ল্যাকআউট চলে। ছবি: ফোকাস বাংলা
২৫শে মার্চ গণহত্যা দিবস স্মরণে এক মিনিট অন্ধকারে চলে যায় বাংলাদেশ। সোমবার রাত ৯টায় আলো বন্ধ করে কালরাতের শহীদদের স্মরণ করা হয়।
১৯৭১ সালের এ রাতে ঢাকার রাজপথে নেমে এসেছিল সেনা ট্যাংক, ঝাঁঝরা করে ফেলা হয়েছিল প্রতিবাদী স্বাধীনচেতা বাঙালিকে।
গত বছর থেকে ব্ল্যাকআউটের মধ্য দিয়ে দেশবাসী স্মরণ করছে ১৯৭১-এর এই দিনে গণহত্যার শিকার হওয়া শহীদদের।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এ প্রসঙ্গে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ২৫ মার্চ রাত বাঙালি জাতির জীবনে এক বিভীষিকাময় কালরাত। সেই রাতটিকে স্মরণ করতে সোমবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত ঢাকাসহ সারাদেশে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হয়।
শেয়ার করুন