২৬ মার্চকে ‘বাংলাদেশ ডে’ ঘোষণা ওয়াশিংটন ডিসি মেয়রের
অনলাইন ডেস্ক | ২৬ মার্চ, ২০১৯ ১৭:০৬
বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবস ২৬ মার্চকে ‘বাংলাদেশ ডে’ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি।
স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার এ ঘোষণা দেন।
তিনি লিখেন, “এই দিনে বাংলাদেশের জনগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা স্মরণ করে থাকে, যার মধ্যদিয়ে তাদের দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে।”
শহরের সাংস্কৃতিক বৈচিত্র্যে অবদান এবং স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করায় বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদও জানান তিনি।
একটি স্বাধীন দেশের স্বপ্ন নিয়ে একাত্তরে যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শুরু করেছিল বাঙালি, আজ সেই ২৬ মার্চ ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
একাত্তরের ২৫ মার্চ কালরাতে দেশের মানুষের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায় পাকিস্তান সেনাবাহিনী। ‘অপারেশন সার্চলাইট’ নামে বর্বরোচিত সামরিক অভিযানে এক রাতে ঢাকা রূপ নেয় হত্যার নগরীতে। সেই মৃত্যুর বিভীষিকা থেকে এক হয়ে মাথা তুলে দাঁড়িয়েছিল দেশের মানুষ। আজ থেকেই শুরু করেছিল স্বাধীনতা যুদ্ধ।
দীর্ঘ ৯ মাসের যুদ্ধে ৩০ লাখ মানুষের আত্মদান, ৩ লাখ নারীর সম্ভ্রম আর বিপুল ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে অর্জিত হয় বিজয়। পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৬ মার্চ, ২০১৯ ১৭:০৬

বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবস ২৬ মার্চকে ‘বাংলাদেশ ডে’ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি।
স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার এ ঘোষণা দেন।
তিনি লিখেন, “এই দিনে বাংলাদেশের জনগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা স্মরণ করে থাকে, যার মধ্যদিয়ে তাদের দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে।”
শহরের সাংস্কৃতিক বৈচিত্র্যে অবদান এবং স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করায় বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদও জানান তিনি।

একটি স্বাধীন দেশের স্বপ্ন নিয়ে একাত্তরে যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শুরু করেছিল বাঙালি, আজ সেই ২৬ মার্চ ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
একাত্তরের ২৫ মার্চ কালরাতে দেশের মানুষের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায় পাকিস্তান সেনাবাহিনী। ‘অপারেশন সার্চলাইট’ নামে বর্বরোচিত সামরিক অভিযানে এক রাতে ঢাকা রূপ নেয় হত্যার নগরীতে। সেই মৃত্যুর বিভীষিকা থেকে এক হয়ে মাথা তুলে দাঁড়িয়েছিল দেশের মানুষ। আজ থেকেই শুরু করেছিল স্বাধীনতা যুদ্ধ।
দীর্ঘ ৯ মাসের যুদ্ধে ৩০ লাখ মানুষের আত্মদান, ৩ লাখ নারীর সম্ভ্রম আর বিপুল ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে অর্জিত হয় বিজয়। পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের।