আইএস সন্দেহে ভারতে ২ বাংলাদেশি গ্রেপ্তার
অনলাইন ডেস্ক | ২৬ মার্চ, ২০১৯ ১৯:৪৩
জঙ্গিগোষ্ঠী কথিত ইসলামিক স্টেট-আইএসে যোগ দিতে সিরিয়ায় যাওয়ার পথে ভারতের বিহার রাজ্যের পাটনায় দুই বাংলাদেশি তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা জঙ্গি সংগঠন নব্য জেএমবির (জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ) সক্রিয় সদস্য বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
গ্রেপ্তার দুই বাংলাদেশি হলেন- খাইরুল মণ্ডল এবং আবু সুলতান। তারা খুলনার মহেশপুর থানার চাঁপাতলা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, রোববার রাতে পাটনা জংশনের পাশে মদনি মুসাফিরখানার দক্ষিণ মোটরসাইকেল স্ট্যান্ডের কাছ থেকে এ দুজনকে গ্রেপ্তার করা হয়।
বৈধ পাসপোর্ট এবং ভিসা ছাড়াই ভারতে ঢুকেছিল দুজন। তাদের কাছ থেকে ভারতের দুটি নকল ভোটার পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
বিহার স্পেশাল টাস্কফোর্স-এসটিএফের ধারণা, গ্রেপ্তার দুজন কলকাতা হয়ে পাটনায় এসেছিল।
এসটিএফ সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, গুলশান হামলার ‘প্রধান পরিকল্পনাকারী’ তামিম চৌধুরীর সঙ্গে দুজনের যোগাযোগ ছিল।
গ্রেপ্তার দুজনকে ইতোমধ্যেই আদালতে তোলা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং জাতীয় তদন্তকারী সংস্থাকেও তাদের বিষয়ে জানানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৬ মার্চ, ২০১৯ ১৯:৪৩

জঙ্গিগোষ্ঠী কথিত ইসলামিক স্টেট-আইএসে যোগ দিতে সিরিয়ায় যাওয়ার পথে ভারতের বিহার রাজ্যের পাটনায় দুই বাংলাদেশি তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা জঙ্গি সংগঠন নব্য জেএমবির (জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ) সক্রিয় সদস্য বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
গ্রেপ্তার দুই বাংলাদেশি হলেন- খাইরুল মণ্ডল এবং আবু সুলতান। তারা খুলনার মহেশপুর থানার চাঁপাতলা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, রোববার রাতে পাটনা জংশনের পাশে মদনি মুসাফিরখানার দক্ষিণ মোটরসাইকেল স্ট্যান্ডের কাছ থেকে এ দুজনকে গ্রেপ্তার করা হয়।
বৈধ পাসপোর্ট এবং ভিসা ছাড়াই ভারতে ঢুকেছিল দুজন। তাদের কাছ থেকে ভারতের দুটি নকল ভোটার পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
বিহার স্পেশাল টাস্কফোর্স-এসটিএফের ধারণা, গ্রেপ্তার দুজন কলকাতা হয়ে পাটনায় এসেছিল।
এসটিএফ সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, গুলশান হামলার ‘প্রধান পরিকল্পনাকারী’ তামিম চৌধুরীর সঙ্গে দুজনের যোগাযোগ ছিল।
গ্রেপ্তার দুজনকে ইতোমধ্যেই আদালতে তোলা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং জাতীয় তদন্তকারী সংস্থাকেও তাদের বিষয়ে জানানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।