রেকর্ড আবেদনের ৪০তম বিসিএস প্রিলিমিনারি ৩ মে
নিজস্ব প্রতিবেদক | ২৮ মার্চ, ২০১৯ ২০:০৪
৪০তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি অনুষ্ঠিত হবে আগামী ৩ মে শুক্রবার। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার দুপুরে কর্ম কমিশনের পূর্ণাঙ্গ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন বিপিএসসি এর চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। এ ছাড়া বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।
পিএসসি জানায়, এই পরীক্ষায় আবেদন পড়েছে মোট ৪ লাখ ১২ হাজার ৫৩১টি। এটাই সর্বকালের রেকর্ডসংখ্যক আবেদন। এর আগে ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন। সেটাই ছিল বিসিএস পরীক্ষায় সবচেয়ে বেশি আবেদনের রেকর্ড।
১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। এবারের পরীক্ষার মাধ্যমে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা বাড়তে পারে। ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৮ মার্চ, ২০১৯ ২০:০৪

৪০তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি অনুষ্ঠিত হবে আগামী ৩ মে শুক্রবার। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার দুপুরে কর্ম কমিশনের পূর্ণাঙ্গ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন বিপিএসসি এর চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। এ ছাড়া বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।
পিএসসি জানায়, এই পরীক্ষায় আবেদন পড়েছে মোট ৪ লাখ ১২ হাজার ৫৩১টি। এটাই সর্বকালের রেকর্ডসংখ্যক আবেদন। এর আগে ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন। সেটাই ছিল বিসিএস পরীক্ষায় সবচেয়ে বেশি আবেদনের রেকর্ড।
১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। এবারের পরীক্ষার মাধ্যমে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা বাড়তে পারে। ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে।